ভারতে বিচারের মুখোমুখি ৩০০ বিচারক
ভারতে এবার স্বয়ং বিচারকদের বিচারের
মুখোমুখি হতে হচ্ছে। দিল্লির নিু আদালতের প্রায় ৩০০ বিচারককে নজরদারির
আওতায় এনেছেন হাইকোর্ট। এসব বিচারকের বিরুদ্ধে কম্পিউটার ও ল্যাপটপ কেনার
ক্ষেত্রে অর্থের অনিয়মের অভিযোগ রয়েছে।
সোমবার টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, ২০১৩ সালে কম্পিউটার ও ল্যাপটপ কেনার জন্য দিল্লি সরকার ও দিল্লি হাইকোর্ট একটি তহবিল গড়েছিলেন। এই কর্মসূচির আওতায় নিু আদালতের প্রত্যেক বিচারক কম্পিউটার সুবিধাদি উন্নীতকরণে এক লাখ ১০ হাজার রুপি করে বরাদ্দ পান। এই অর্থ দিয়ে তাদের কম্পিউটার, ল্যাপটপ বা আইপ্যাডের মধ্যে নিজের পছন্দমতো যে কোনোটি বেছে নেয়ার স্বাধীনতা দেয়া হয়। দিল্লির উচ্চ আদালতের প্রধান বিচারপতি জি রোহিনী হাইকোর্টের তিনজন বিচারপতির নেতৃত্বে অনিয়ম তদন্ত করতে উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি কমিটি গঠন করেছেন। এই কমিটি নিু আদালতের বিচারকদের জমা দেয়া কম্পিউটার ও ল্যাপটপ কেনা-সংক্রান্ত কাগজপত্র খতিয়ে দেখবে। বিচারকরা এই অর্থ কোথায়, কীভাবে ব্যয় করেছেন- তদন্ত কমিটি তার ব্যাখ্যা ও রসিদ চেয়েছে।
সোমবার টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, ২০১৩ সালে কম্পিউটার ও ল্যাপটপ কেনার জন্য দিল্লি সরকার ও দিল্লি হাইকোর্ট একটি তহবিল গড়েছিলেন। এই কর্মসূচির আওতায় নিু আদালতের প্রত্যেক বিচারক কম্পিউটার সুবিধাদি উন্নীতকরণে এক লাখ ১০ হাজার রুপি করে বরাদ্দ পান। এই অর্থ দিয়ে তাদের কম্পিউটার, ল্যাপটপ বা আইপ্যাডের মধ্যে নিজের পছন্দমতো যে কোনোটি বেছে নেয়ার স্বাধীনতা দেয়া হয়। দিল্লির উচ্চ আদালতের প্রধান বিচারপতি জি রোহিনী হাইকোর্টের তিনজন বিচারপতির নেতৃত্বে অনিয়ম তদন্ত করতে উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি কমিটি গঠন করেছেন। এই কমিটি নিু আদালতের বিচারকদের জমা দেয়া কম্পিউটার ও ল্যাপটপ কেনা-সংক্রান্ত কাগজপত্র খতিয়ে দেখবে। বিচারকরা এই অর্থ কোথায়, কীভাবে ব্যয় করেছেন- তদন্ত কমিটি তার ব্যাখ্যা ও রসিদ চেয়েছে।
No comments