জরুরি ভিত্তিতে সংলাপ শুরু করুন by বান কি মুন
জাতীয়
সংসদ নির্বাচনকে ঘিরে সহিংসতায় হতাশা প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব বান
কি মুন। পরিস্থিতির উন্নয়নে তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি জরুরি ভিত্তিতে
অর্থবহ সংলাপ শুরু করার তাগিদ দিয়েছেন। সোমবার দেওয়া এক বিবৃতিতে জাতিসংঘের
মহাসচিব বাংলাদেশে নির্বাচনী সহিংসতা ও প্রাণহানিতে হতাশা ব্যক্ত করেন।
রাজনৈতিক দলগুলো নির্বাচন-প্রশ্নে সমঝোতায় পেঁৗছাতে না পারায় তিনি দুঃখ
প্রকাশ করেছেন। দলগুলো সমঝোতায় পেঁৗছাতে পারলে সব দলের অংশগ্রহণে
শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব হতো বলে তিনি উল্লেখ করেন। জাতিসংঘ মহাসচিবের
মুখপাত্র এই বিবৃতি প্রকাশ করেছেন। বান কি মুন বাংলাদেশের জনগণের প্রত্যাশা
বিবেচনায় নিয়ে ঐকমত্যের ভিত্তিতে রাজনৈতিক প্রক্রিয়া এগিয়ে নিতে দলগুলোর
প্রতি আহ্বান জানিয়েছেন। সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ
ধরনের ভয়াবহ সহিংসতা 'অগ্রহণযোগ্য'। জনগণ ও তাদের সম্পদের ওপর হামলা,
সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। রাজনৈতিক দলগুলোর প্রতি অর্থবহ
আলোচনা পুনরায় শুরু করার তাগিদ দিয়ে বান কি মুন বলেন, বাংলাদেশে
গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে জাতিসংঘ সহযোগিতা অব্যাহত রাখবে। সবার
অংশগ্রহণ, অহিংসা, সমন্বয় ও সংলাপের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে
নেওয়া প্রয়োজন। বিবৃতিতে আরও বলা হয়েছে, সব পক্ষকে ধৈর্য ধরে প্রথমেই এমন
একটি শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করতে হবে, যাতে জনগণের সমাবেশ করা এবং মত
প্রকাশের অধিকার নিশ্চিত হয়। রোববারের নির্বাচনে কম ভোটার অংশগ্রহণ করেছে
বলে এতে উল্লেখ করা হয়।
No comments