রাজনীতিকদের কারণেই অর্থনীতিতে স্থবিরতা: অর্থমন্ত্রী
রাজনীতিকদের
কারণেই দেশের অর্থনীতিতে স্থবিরতা এসেছে বলে মনে করেন অর্থমন্ত্রী ও
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আবুল মাল আবদুল মুহিত।বুধবার দুপুরে
সচিবালয়ে আবাসন শিল্প মালিকদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং
অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাবের)প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তিনি।আইনশৃঙ্খলা পরিস্থিতি
রক্ষা করাই হবে নতুন সরকারের বড় চ্যালেঞ্জ- একথা উল্লেখ করে অর্থমন্ত্রী
বলেন, অবরোধ-হরতাল দেশের অর্থনীতিকে বিপর্যস্ত করে রেখেছে। এর থেকে
উত্তরণের জন্য সরকার যেকোনো ধরনের ব্যবস্থা নেবে। হরতাল আইন করে বন্ধ করতে
হবে। প্রয়োজনের সংসদে আমি এ বিষয়ে প্রস্তাব তুলতে হলেও আমি রাজি আছি।”
তিনি বলেন, “রাজনীতিকদের কারণেই দেশের অর্থনীতিতে স্থবিরতা এসেছে। আশা করছি, খুব শিগগিরই এই অবস্থার উন্নতি হবে। অর্থনীতিতে বর্তমানের স্থবিরতা কেটে যাবে।”
মুহিত বলেন, “মূলত বিরোধীদলের সন্ত্রাসী কার্যকলাপের কারণেই সাধারণ মানুষের মধ্যে ভীতির সৃষ্টি হয়েছে। আমাদের দুঃখ বিদেশিদের নিয়ে কোনো ভীতি নেই। দেশীয় ভীতি মানুষকে সন্ত্রস্ত্র করে রেখেছে। এটি সৃষ্টি করেছেন খালেদা জিয়া।”
তিনি বলেন, “জামায়াতকে নিষিদ্ধ করার বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। তবে তাদের অবশ্যই সন্ত্রাসী দল ঘোষণা করতে হবে।”
আবাসন শিল্প মালিকদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ .
তিনি বলেন, “রাজনীতিকদের কারণেই দেশের অর্থনীতিতে স্থবিরতা এসেছে। আশা করছি, খুব শিগগিরই এই অবস্থার উন্নতি হবে। অর্থনীতিতে বর্তমানের স্থবিরতা কেটে যাবে।”
মুহিত বলেন, “মূলত বিরোধীদলের সন্ত্রাসী কার্যকলাপের কারণেই সাধারণ মানুষের মধ্যে ভীতির সৃষ্টি হয়েছে। আমাদের দুঃখ বিদেশিদের নিয়ে কোনো ভীতি নেই। দেশীয় ভীতি মানুষকে সন্ত্রস্ত্র করে রেখেছে। এটি সৃষ্টি করেছেন খালেদা জিয়া।”
তিনি বলেন, “জামায়াতকে নিষিদ্ধ করার বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। তবে তাদের অবশ্যই সন্ত্রাসী দল ঘোষণা করতে হবে।”
আবাসন শিল্প মালিকদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ .
No comments