গৃহহীনদের রাত্রিকালীন ঠাঁই হচ্ছে পরিত্যক্ত গাড়ি
দিলি্লর
গৃহহীনদের জন্য অভিনব এক উপহার দিতে যাচ্ছেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী
অরবিন্দ কেজরিওয়াল। উন্মুক্ত স্থানে ঘুমাতে বাধ্য হওয়া এসব লোকের রাতের
বেলা মাথা গোঁজার জন্য রাজ্যের পরিত্যক্ত বাসগুলোকে রাত্রিকালীন
আশ্রয়কেন্দ্রে পরিণত করতে যাচ্ছেন তিনি। আম আদমি পার্টির (এএপি) ফেসবুক
পাতায় সম্প্রতি এমনটিই জানানো হয়েছে। খবর :এনডিটিভি। ফেসবুকের ওই পোস্টে
বলা হয়, 'দিলি্লর সব পরিত্যক্ত বাসকে রাত্রিকালীন আশ্রয়কেন্দ্রে রূপান্তরিত
করা হবে। এসব বাসে কম্বল ও অন্যান্য সামগ্রী দেওয়া হবে, যাতে গৃহহীনরা এতে
আরামে অন্তত ঘুমাতে পারেন।' শহরে গৃহহীন লোকের সংখ্যা কত তা নির্ধারণে
একজন ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেন কেজরিওয়াল। ম্যাজিস্ট্রেট জরিপ চালিয়ে
দেখেছেন, নগরীর অন্তত ২১২টি স্থানে উন্মুক্ত অবস্থায় রাত্রিযাপন করে চার
হাজারের বেশি মানুষ। জল বোর্ডের ৮০০ কর্মকর্তাকে বদলি :দিলি্ল জল বোর্ডের
৮০০ কর্মকর্তাকে একযোগে বদলি করেছে এএপি সরকার। দিলি্লবাসীর জন্য পানি
বণ্টনের দায়িত্বে থাকা এ সংস্থার দক্ষতা ও সেবার মান বাড়ানোর লক্ষ্যে
সোমবার রাতে তাদের বদলির নির্দেশ দেন কেজরিওয়াল। এসব মানুষকে অন্তত একটি
ছাদের নিচে মাথা গোঁজার সুযোগ করে দিতে এএপি সরকার আগামীতে ১০০টি
রাত্রিকালীন আশ্রয়কেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত নেয়। দায়িত্ব গ্রহণের পরপরই
গত ২৮ ডিসেম্বর জল বোর্ডের প্রধান নির্বাহীকে বদলি করেছিলেন কেজরিওয়াল। জল
বোর্ডের এক কর্মকর্তা জানান, 'কোনো একটি স্থানে তিন বছরের বেশি সময় ধরে
অবস্থান করা কর্মকর্তাদেরই অন্যত্র বদলি করা হয়েছে।'
No comments