সমিতার তীব্র প্রতিবাদ
সম্প্রতি আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়াল লীগ)
কেলেঙ্কারিতে উঠে এসেছে বিভিন্ন দলের মালিকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গের নাম।
বিষয়টি নিয়ে বিব্রত থাকার কারণে ইতিমধ্যে আইপিএলের দু’জন ঊর্ধ্বতন
কর্মকর্তা পদত্যাগও করেছেন।
তবে আইপিএল কেলেঙ্কারিতে এবার
জড়িয়ে গেছে শিল্পা শেঠি ও তার স্বামী রাজকুন্দ্রার নাম। আইপিএলের শুরু থেকে
রাজস্থান রয়্যালস দলের মালিক হিসেবে সব সময় শিল্পা ও রাজকুন্দ্রা মাঠে
থেকে খেলোয়াড়দের উৎসাহ জুগিয়েছেন। এ দলের পক্ষে বলিউডের অনেক তারকাও মাঠে
এসেছেন অতীতে। তবে ম্যাচ ফিক্সিংসহ বিভিন্ন দায়ে ইতিমধ্যে রাজকুন্দ্রা ও
শিল্পাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে আইপিএলের তদন্ত কমিটি। অবশ্য তাদের
বিরুদ্ধে অভিযোগ এখনও প্রমাণিত হয়নি। অভিযোগ প্রমাণিত হলে রাজকুন্দ্রা ও
শিল্পাকে বড় অংকের জরিমানাসহ জেলও খাটতে হতে পারে। এদিকে বড় বোনের এমন
দুঃসময়ে পাশে এসে দাঁড়িয়েছেন সমিতা শেঠি। আইপিএল কেলেঙ্কারিতে শিল্পার নাম
উঠে আসার পর থেকেই তার সঙ্গে ছায়ার মতো থাকছেন সমিতা। শিল্পার পক্ষে
বিভিন্ন বক্তব্যও প্রদান করেছেন তিনি। তার মতে, একেবারেই বানোয়াট একটি
অভিযোগ দাঁড় করানোর চেষ্টা চলছে শিল্পা ও রাজের নামে। ম্যাচ ফিক্সিংসহ
অন্যান্য অভিযোগ একেবারেই ভিত্তিহীন। এর কোন প্রমাণও নেই। শুধু সুনাম নষ্ট
করার জন্য এরকমটা করা হচ্ছে বলেই মনে করেন সমিতা। সম্প্রতি এ বিষয়ে একটি
চ্যানেলকে খোলামেলা বক্তব্য প্রদান করেছেন সমিতা। এ বিষয়ে তিনি বলেন,
রাজস্থান রয়্যালসকে নিজের সন্তানের মতোই ভালবাসেন শিল্পা। আমি শুরু থেকে
দেখে আসছি এ দলটির প্রতি তার আবেগ-উৎসাহ-উদ্দীপনা। আর সবচেয়ে বড় কথা হলো,
শিল্পা ও রাজকুন্দ্রার নিজস্ব সম্পত্তির কোন অভাব নেই যে এরকম অনৈতিক কাজ
করতে হবে। তাদের তারকা খ্যাতি নষ্ট করার জন্যই এরকম অভিযোগ করা হয়েছে। আমি
এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
No comments