সর্বশেষ বি-৫৩ পরমাণু বোমা ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডারে মজুদ থাকা সবচেয়ে বড় ও শক্তিশালী পরমাণু বোমাটি ধ্বংস করা হয়েছে। বি-৫৩ নামে পরিচিত ওই বোমাটি ধ্বংসের মধ্য দিয়ে স্নায়ুযুদ্ধ ইতিহাসের একটি অধ্যায়ের সমাপ্তি হলো।
কিউবায় ক্ষেপণাস্ত্র-সংকট চলাকালে ১৯৬২ সালে ওই বোমাটি তৈরি করা হয়েছিল। টেক্সাস অঙ্গরাজ্যের আমারিলো এলাকায় অস্ত্রটি ধ্বংস করা হয়। পরমাণু অস্ত্র তৈরি, রক্ষণাবেক্ষণ ও ধ্বংসের জন্য এটিই যুক্তরাষ্ট্রের একমাত্র স্থান।
১০ হাজার পাউন্ড ওজনের বাদামি রঙের ওই বোমাটি আকারে একটি ছোটখাটো মোটরগাড়ির সমান। বি-৫২ বোমারু বিমান থেকে ওই পরমাণু বোমাটি নিক্ষেপ করা হলে তা গোটা একটি শহর উড়িয়ে দিতে পারে।
ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টসের হ্যান্স কারস্টেনসন বলেন, এই বোমাটি ধ্বংসের মধ্য দিয়ে বিশালাকৃতির পরমাণু অস্ত্রের যুগ শেষ হলো।
কিউবায় ক্ষেপণাস্ত্র-সংকট চলাকালে ১৯৬২ সালে ওই বোমাটি তৈরি করা হয়েছিল। টেক্সাস অঙ্গরাজ্যের আমারিলো এলাকায় অস্ত্রটি ধ্বংস করা হয়। পরমাণু অস্ত্র তৈরি, রক্ষণাবেক্ষণ ও ধ্বংসের জন্য এটিই যুক্তরাষ্ট্রের একমাত্র স্থান।
১০ হাজার পাউন্ড ওজনের বাদামি রঙের ওই বোমাটি আকারে একটি ছোটখাটো মোটরগাড়ির সমান। বি-৫২ বোমারু বিমান থেকে ওই পরমাণু বোমাটি নিক্ষেপ করা হলে তা গোটা একটি শহর উড়িয়ে দিতে পারে।
ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টসের হ্যান্স কারস্টেনসন বলেন, এই বোমাটি ধ্বংসের মধ্য দিয়ে বিশালাকৃতির পরমাণু অস্ত্রের যুগ শেষ হলো।
No comments