ফিরে দেখাঃ শার্ল বোদলেয়ার by ইমরান রহমান
১৮৬৭ সালের ৩১ আগষ্ট কালজয়ী ফরাসি কবি, সমালোচক ও অনুবাদক শার্ল বোদলেয়ার পরলোকগমন করেন। প্রগতিশীল মৌলিক সৃষ্টির অভাবে ফরাসি সাহিত্য যখন নিম্নমুখী, তখনই আগমন ঘটে বোদলেয়ারের। তার কাব্যসমগ্র লেস ফ্লিয়ার্স ডিউমেল (দি ফ্লাওয়ার্স অব এভিল) ফরাসি সাহিত্যের এক ধ্রুপদী সম্পদ। ১৮৩১ সালের ৯ এপ্রিল তার জন্ম হয় প্যারিসে। ১৮২৭ সালে তিনি বাবাকে হারান।
এ অবস্থায় তার মাও অন্যত্র বিয়ের পিঁড়িতে বসেন। সৎ বাবার সঙ্গে বোদলেয়ারের মতের অমিল ছিল অনেক ক্ষেত্রেই। লিওনে পড়াশোনা করেন বোদলেয়ার। এখানে তিনি মায়ের সান্নিধ্য পেতেন না। তার মাকে চিঠি লিখতেন। এ সময়কে তিনি বর্ণনা করেছেন নিঃসঙ্গ-বিষাদমাখা শৈশব হিসেবে। সহপাঠীর বর্ণনা অনুযায়ী বোদলেয়ার ছিলেন কিছুটা ভিন্ন প্রকৃতির। কখনও পড়াশোনায় অতি মনোযোগী কখনোবা উদাসীন ছিলেন। ১৮৩৯ সালে তিনি ডিগ্রি অর্জন করেন। তবে এ সময় ভবিষ্যৎ নিয়ে তার নির্দিষ্ট কোনো লক্ষ্য ছিল না। সৎ বাবা চেয়েছিলেন আইন কিংবা কূটনীতি হোক তার ক্যারিয়ার। কিন্তু বোদলেয়ার সাহিত্যকেই প্রাধান্য দেন। এ সময় তিনি বোহেমিয়ানদের মতো জীবনযাপন করতেন। স্বেচ্ছাচারী জীবনযাপনের জন্য সৎ বাবা তাকে খুব সীমিত অর্থ দিতেন। ফলে তিনি ঋণগ্রস্ত হয়ে পড়তেন। উড়নচন্ডী জীবনযাপনের জন্য অসুস্থ হয়ে পড়েছিলেন বোদলেয়ার। ফরাসি সাহিত্যে বোদলেয়ারের অসামান্য প্রভাব দেখে আর্থার রিবো তাকে কবিদের সম্রাট আখ্যা দিয়েছিলেন।
No comments