ক্ষুধামান্দ্যর ঝুঁকিতে কেট মিডলটন
ক্ষুধামান্দ্যয় ভুগতে পারেন যুক্তরাজ্যের ডাচেস অব ক্যামব্রিজ কেট মিডলটন (২৯)। ইতালীয় এক বিশেষজ্ঞ এ আশঙ্কা ব্যক্ত করেছেন।
ইতালির অ্যাসোসিয়েশন ফর দ্য স্টাডি অ্যান্ড রিসার্চ অব অ্যানরেক্সিয়ার প্রতিষ্ঠাতা ফ্যাবিওলা দ্য ক্লার্ক বলেন, সাম্প্রতিক কানাডা সফরকালে কেটের যেসব ছবি প্রকাশিত হয়েছে, তা দেখে বোঝা যায়, তাঁর অনেক ওজন কমেছে। এতে ক্ষুধামান্দ্যয় ভোগার শঙ্কা রয়েছে তাঁর। গত এপ্রিলে প্রিন্স উইলিয়ামের সঙ্গে বিয়ে হয় কেটের। এর আগে থেকে তিনি শর্করাজাতীয় খাবার খুব কম খেয়ে আসছেন।
ইতালির এই বিশেষজ্ঞ বলেন, কম খেয়ে রোগা হতে হতে কেট ক্ষুধামান্দ্যর সমস্যায় ভুগতে পারেন বলে তাঁর আশঙ্কা হচ্ছে। অনেক তরুণীই এ ধরনের সমস্যায় ভুগে থাকেন।
ইতালির অ্যাসোসিয়েশন ফর দ্য স্টাডি অ্যান্ড রিসার্চ অব অ্যানরেক্সিয়ার প্রতিষ্ঠাতা ফ্যাবিওলা দ্য ক্লার্ক বলেন, সাম্প্রতিক কানাডা সফরকালে কেটের যেসব ছবি প্রকাশিত হয়েছে, তা দেখে বোঝা যায়, তাঁর অনেক ওজন কমেছে। এতে ক্ষুধামান্দ্যয় ভোগার শঙ্কা রয়েছে তাঁর। গত এপ্রিলে প্রিন্স উইলিয়ামের সঙ্গে বিয়ে হয় কেটের। এর আগে থেকে তিনি শর্করাজাতীয় খাবার খুব কম খেয়ে আসছেন।
ইতালির এই বিশেষজ্ঞ বলেন, কম খেয়ে রোগা হতে হতে কেট ক্ষুধামান্দ্যর সমস্যায় ভুগতে পারেন বলে তাঁর আশঙ্কা হচ্ছে। অনেক তরুণীই এ ধরনের সমস্যায় ভুগে থাকেন।
No comments