মিডিয়া কাপ ফুটবল
কুল বিএসজেএ মিডিয়া কাপ ফুটবলের ফাইনালে উঠেছে আরটিভি। হ্যান্ডবল স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে তারা ১-০ গোলে হারিয়েছে বাংলাভিশনকে। গোল করেছেন রুহুল আমিন। চ্যানেল আই ও একুশে টেলিভিশনের মধ্যকার অন্য সেমিফাইনাল খেলা চলার সময় মারামারি হলে খেলাটি বন্ধ হয়ে যায়। এই সেমিফাইনাল আজ নিষ্পত্তি করা হবে টাইব্রেকারে।
No comments