পাকিস্তানি সেনাবাহিনী জঙ্গিদের এখনো মদদ দিয়ে যাচ্ছে
পাকিস্তানের সেনাবাহিনী এখনো বিভিন্ন জঙ্গি সংগঠনকে মদদ দিয়ে যাচ্ছে। এসব সংগঠনের জঙ্গিদের প্রতিবেশী দেশ ও আফগানিস্তানে মার্কিন বাহিনীর বিরুদ্ধে কাজে লাগাচ্ছে তারা। গতকাল সোমবার নিউইয়র্ক টাইমস-এ প্রকাশিত প্রতিবেদনে এ কথা বলা হয়।
নাম প্রকাশ না করে একজন সাবেক সেনা কমান্ডারের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, এসব সংগঠনকে পাকিস্তানি সেনাবাহিনী ১৫ বছর ধরে মদদ দিয়ে যাচ্ছে।
সাবেক সেনা কমান্ডারের ভাষ্য, লস্কর-ই-তাইয়েবা, হরকাতুল মুজাহেদিন ও হিজবুল মুজাহিদিনের জঙ্গিদের পাকিস্তানি সেনারা প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে আসছে। ধর্মীয় নেতারা এসব সংগঠন পরিচালনা করে থাকে।
কমান্ডার বলেন, পাকিস্তানের সেনা ও গোয়েন্দা কর্মকর্তারা ভারতের সঙ্গে বিতর্কিত কাশ্মীর ও আফগান সীমান্তসংলগ্ন এলাকায় জঙ্গি তৎপরতায় মদদ দেওয়ার নীতি বর্জন করেননি।
এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বেশ কয়েকজন সাবেক সেনা কর্মকর্তার নাম উল্লেখ করেন ওই কমান্ডার। এর মধ্যে গোয়েন্দা সংস্থার একাধিক সাবেক প্রধান ও সাবেক জেনারেলরা রয়েছেন।
নাম প্রকাশ না করে একজন সাবেক সেনা কমান্ডারের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, এসব সংগঠনকে পাকিস্তানি সেনাবাহিনী ১৫ বছর ধরে মদদ দিয়ে যাচ্ছে।
সাবেক সেনা কমান্ডারের ভাষ্য, লস্কর-ই-তাইয়েবা, হরকাতুল মুজাহেদিন ও হিজবুল মুজাহিদিনের জঙ্গিদের পাকিস্তানি সেনারা প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে আসছে। ধর্মীয় নেতারা এসব সংগঠন পরিচালনা করে থাকে।
কমান্ডার বলেন, পাকিস্তানের সেনা ও গোয়েন্দা কর্মকর্তারা ভারতের সঙ্গে বিতর্কিত কাশ্মীর ও আফগান সীমান্তসংলগ্ন এলাকায় জঙ্গি তৎপরতায় মদদ দেওয়ার নীতি বর্জন করেননি।
এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বেশ কয়েকজন সাবেক সেনা কর্মকর্তার নাম উল্লেখ করেন ওই কমান্ডার। এর মধ্যে গোয়েন্দা সংস্থার একাধিক সাবেক প্রধান ও সাবেক জেনারেলরা রয়েছেন।
No comments