আজ মুখোমুখি সাকিব-তামিম
বাংলাদেশের অধিনায়ক ও সহ-অধিনায়ক আজ মুখোমুখি হচ্ছেন ইংল্যান্ডে। ফ্রেন্ডস টি-টোয়েন্টি কাপের নর্থ গ্রুপের ম্যাচে আজ সাকিব আল হাসানের দল উস্টারশায়ার খেলবে তামিম ইকবালের দল নটিংহ্যামশায়ারের বিপক্ষে। বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরাও চাইলে দেখতে পারেন ম্যাচটি। বাংলাদেশ সময় রাত ১০টা ৪০ মিনিটে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে স্টার ক্রিকেট।
১২ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে থাকা নটিংহ্যামশয়ারের কোয়ার্টার ফাইনাল খেলা অনেকটাই নিশ্চিত। ১৩ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে চারে আছে উস্টার। সর্বশেষ দুই ম্যাচে হারা দলের জন্য আজকের ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তামিমের দল টুর্নামেন্টে ম্যাচ হেরেছেই মাত্র একটি।
অভিষেক ম্যাচে ৮ রানে আউট হলেও পরশু দলকে জিতিয়েছেন তামিম। ইয়র্কশায়ারের বিপক্ষে ম্যাচসেরা হয়েছেন ৩৭ বলে ৪৭ রান করে। ওই দিনই ডারহামের বিপক্ষে প্রথম বলে আউট হয়েছেন সাকিব। সব মিলিয়ে ৯ ইনিংসে রান মাত্র ৫৬। বল হাতে অবশ্য দারুণ সফল বাংলাদেশ অধিনায়ক। ৯ ম্যাচে ১৬ উইকেট নিয়ে টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ উইকেট সাকিবের, ওপরে থাকা তিনজনই তাঁর চেয়ে ম্যাচ খেলেছেন দু-তিনটি বেশি।
১২ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে থাকা নটিংহ্যামশয়ারের কোয়ার্টার ফাইনাল খেলা অনেকটাই নিশ্চিত। ১৩ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে চারে আছে উস্টার। সর্বশেষ দুই ম্যাচে হারা দলের জন্য আজকের ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তামিমের দল টুর্নামেন্টে ম্যাচ হেরেছেই মাত্র একটি।
অভিষেক ম্যাচে ৮ রানে আউট হলেও পরশু দলকে জিতিয়েছেন তামিম। ইয়র্কশায়ারের বিপক্ষে ম্যাচসেরা হয়েছেন ৩৭ বলে ৪৭ রান করে। ওই দিনই ডারহামের বিপক্ষে প্রথম বলে আউট হয়েছেন সাকিব। সব মিলিয়ে ৯ ইনিংসে রান মাত্র ৫৬। বল হাতে অবশ্য দারুণ সফল বাংলাদেশ অধিনায়ক। ৯ ম্যাচে ১৬ উইকেট নিয়ে টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ উইকেট সাকিবের, ওপরে থাকা তিনজনই তাঁর চেয়ে ম্যাচ খেলেছেন দু-তিনটি বেশি।
আগামী ১৫ জুলাই ট্রেন্টব্রিজে ফিরতি ম্যাচে আবার মুখোমুখি হবে সাকিব-তামিমের দল।
No comments