বিশ্বের দীর্ঘতম সমুদ্রসেতুর নিরাপত্তা নিয়ে উদ্বেগ
চীনের পূর্বাঞ্চলীয় শানদং প্রদেশে নির্মিত বিশ্বের দীর্ঘতম সমুদ্রসেতুর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। গতকাল মঙ্গলবার দেশটির সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে জিয়াওঝু বে ব্রিজ নামক ওই সেতুর নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করা হয়। সেতুটি শানদং প্রদেশের ছিংদাও শহরের সঙ্গে হুয়াংগাদো দ্বীপকে সংযুক্ত করেছে। গত বৃহস্পতিবার সেতুটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
সাংহাই ডেইলির প্রতিবেদনে বলা হয়, ৪২ দশমিক ৫ কিলোমিটার দীর্ঘ সেতুটির দেয়ালে বেশ কয়েকটি ফাটল দেখা দিয়েছে। ধারণা করা হচ্ছে, উদ্বোধন সামনে রেখে দ্রুত নির্মাণকাজ সম্পন্ন করতে গিয়ে সেতুটির কিছু কাজ অসমাপ্ত রয়ে গেছে। সেতুর দেয়ালে ব্যবহূত বল্টুগুলো নড়বড়ে হয়ে গেছে এবং অরক্ষিত অবস্থায় রয়েছে।
তবে সেতুটির নির্মাণ প্রকল্পে অর্থায়নকারী প্রতিষ্ঠান শানদং হাইস্পিড গ্রুপ কোম্পানি দাবি করেছে, সেতুটিতে তার বিন্যাসের জন্য কয়েকটি দেয়াল ও বল্টু সরানো হয়েছে। এটি একটি স্বাভাবিক ব্যাপার।
সাংহাই ডেইলির প্রতিবেদনে বলা হয়, ৪২ দশমিক ৫ কিলোমিটার দীর্ঘ সেতুটির দেয়ালে বেশ কয়েকটি ফাটল দেখা দিয়েছে। ধারণা করা হচ্ছে, উদ্বোধন সামনে রেখে দ্রুত নির্মাণকাজ সম্পন্ন করতে গিয়ে সেতুটির কিছু কাজ অসমাপ্ত রয়ে গেছে। সেতুর দেয়ালে ব্যবহূত বল্টুগুলো নড়বড়ে হয়ে গেছে এবং অরক্ষিত অবস্থায় রয়েছে।
তবে সেতুটির নির্মাণ প্রকল্পে অর্থায়নকারী প্রতিষ্ঠান শানদং হাইস্পিড গ্রুপ কোম্পানি দাবি করেছে, সেতুটিতে তার বিন্যাসের জন্য কয়েকটি দেয়াল ও বল্টু সরানো হয়েছে। এটি একটি স্বাভাবিক ব্যাপার।
No comments