শ্রীলঙ্কার উত্তরাঞ্চলে যেতে পারবেন বিদেশিরা
শ্রীলঙ্কার সাবেক যুদ্ধ এলাকায় পর্যটকদের ভ্রমণের ওপর যে বিধিনিষেধ ছিল, তা শিথিল করা হয়েছে। গতকাল মঙ্গলবার সরকার এ কথা জানায়। তামিল টাইগার বিচ্ছিন্নতাবাদীদের পরাজিত করার দুই বছর পর এ সিদ্ধান্ত নেওয়া হলো।
সরকারের এ সিদ্ধান্তের ফলে দেশটির উত্তরাঞ্চলে যাওয়ার জন্য বিদেশিদের এখন আর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ছাড়পত্র নিতে হবে না।
তামিল বিদ্রোহী ও সেনাবাহিনীর লড়াইয়ের সময় ওই এলাকার হাজার হাজার তামিল বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল।
তথ্য দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, উত্তরাঞ্চল ভ্রমণের ক্ষেত্রে বিদেশি পাসপোর্টধারীদের ওপর যে বিধিনিষেধ ছিল, তা তুলে নিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়, যা অবিলম্বে কার্যকর হবে।
সরকারি বাহিনী তামিল টাইগার বিদ্রোহীদের গুঁড়িয়ে দেওয়ার পর ২০০৯ সালের মে মাসে কয়েক দশকের যুদ্ধের সমাপ্তি ঘোষণা করে শ্রীলঙ্কা সরকার।
যুদ্ধের সময় আন্তর্জাতিক সাংবাদিক, বিদেশি পর্যটক ও ত্রাণকর্মীদের উত্তরাঞ্চলে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা ছিল। যুদ্ধ শেষ হওয়ার পরও এই বিধিনিষেধ বলবৎ ছিল।
তবে ওই অঞ্চলে যাওয়ার জন্য সাংবাদিকদের বিশেষ অনুমতি নিতে হবে।
সরকারের এ সিদ্ধান্তের ফলে দেশটির উত্তরাঞ্চলে যাওয়ার জন্য বিদেশিদের এখন আর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ছাড়পত্র নিতে হবে না।
তামিল বিদ্রোহী ও সেনাবাহিনীর লড়াইয়ের সময় ওই এলাকার হাজার হাজার তামিল বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল।
তথ্য দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, উত্তরাঞ্চল ভ্রমণের ক্ষেত্রে বিদেশি পাসপোর্টধারীদের ওপর যে বিধিনিষেধ ছিল, তা তুলে নিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়, যা অবিলম্বে কার্যকর হবে।
সরকারি বাহিনী তামিল টাইগার বিদ্রোহীদের গুঁড়িয়ে দেওয়ার পর ২০০৯ সালের মে মাসে কয়েক দশকের যুদ্ধের সমাপ্তি ঘোষণা করে শ্রীলঙ্কা সরকার।
যুদ্ধের সময় আন্তর্জাতিক সাংবাদিক, বিদেশি পর্যটক ও ত্রাণকর্মীদের উত্তরাঞ্চলে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা ছিল। যুদ্ধ শেষ হওয়ার পরও এই বিধিনিষেধ বলবৎ ছিল।
তবে ওই অঞ্চলে যাওয়ার জন্য সাংবাদিকদের বিশেষ অনুমতি নিতে হবে।
No comments