ঢাকার ঘটনায় ক্ষুব্ধ ধোনি
গতবার বিশ্বকাপ-পরবর্তী অভিজ্ঞতার কথা ভালোই মনে আছে। বাংলাদেশের গুটি কয়েক সমর্থক বাসে ঢিল ছোড়াতেই মহেন্দ্র সিং ধোনি তাই সতর্ক। ভারতীয় সমর্থকদের আবেগের বেগ কমাতে পরামর্শ দিলেন ধোনি। ঢাকায় ওয়েস্ট ইন্ডিজ দলের বাসে ঢিল পড়া প্রসঙ্গে তাঁর মন্তব্য, ‘এটা দুর্ভাগ্যজনক। কিন্তু সমর্থকেরা এভাবেই প্রতিক্রিয়া জানায়। একটা ব্যাপার মাথায় রাখতে হবে। খেলোয়াড়েরা হয়তো বাড়িতে থাকছে না (হোটেলের নিরাপত্তাবলয়ের মধ্যে আছে), কিন্তু তাদের পরিবার বাড়িতেই থাকে, ক্রিকেটের সঙ্গে যাদের কোনো সম্পর্ক নেই। আপনাকে নিজের আবেগ নিয়ন্ত্রণ করা শিখতেই হবে।’
২০০৭ বিশ্বকাপের পর ধোনির বাড়িতেও ঢিল পড়েছিল। সেই ঘটনা উল্লেখ করে ভারতীয় অধিনায়ক বলেছেন, ‘যখন জিতি, আমরা তো আর সমর্থকদের পেটাতে যাই না। বলি না, এই তোমরাই তো ২০০৭ সালে আমার বাড়িতে ঢিল ছুড়েছিলে।’ ভালো সমর্থকের সংজ্ঞাটিও আরেকবার মনে করিয়ে দিলেন ধোনি, ‘যখন আমরা ভালো করি না, সেই সময়ই খেলোয়াড়দের সমর্থন সবচেয়ে জরুরি। অথচ যখন জিতবেন, তখন সবাই পাশে থাকে। পাশে থাকা উচিত যখন আপনি ভালো করবেন না তখনো। যারা থাকে, তারাই প্রকৃত সমর্থক। বাকি যারা আছে, তারা কেবল জিতলেই দলকে নিয়ে মাতামাতি করে। দল যখন জিতে যায়, সেই সময় তারাই সাচ্চা সমর্থক বনে যায়। যেন ওদের চেয়ে বড় সমর্থক আর কেউ নেই।’
২০০৭ বিশ্বকাপের পর ধোনির বাড়িতেও ঢিল পড়েছিল। সেই ঘটনা উল্লেখ করে ভারতীয় অধিনায়ক বলেছেন, ‘যখন জিতি, আমরা তো আর সমর্থকদের পেটাতে যাই না। বলি না, এই তোমরাই তো ২০০৭ সালে আমার বাড়িতে ঢিল ছুড়েছিলে।’ ভালো সমর্থকের সংজ্ঞাটিও আরেকবার মনে করিয়ে দিলেন ধোনি, ‘যখন আমরা ভালো করি না, সেই সময়ই খেলোয়াড়দের সমর্থন সবচেয়ে জরুরি। অথচ যখন জিতবেন, তখন সবাই পাশে থাকে। পাশে থাকা উচিত যখন আপনি ভালো করবেন না তখনো। যারা থাকে, তারাই প্রকৃত সমর্থক। বাকি যারা আছে, তারা কেবল জিতলেই দলকে নিয়ে মাতামাতি করে। দল যখন জিতে যায়, সেই সময় তারাই সাচ্চা সমর্থক বনে যায়। যেন ওদের চেয়ে বড় সমর্থক আর কেউ নেই।’
No comments