এক ম্যাচে চার শূন্য
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের সর্বনিম্ন স্কোর করার পথে বাংলাদেশি ব্যাটসম্যানরা ছুঁয়েছেন এক ইনিংসে সর্বাধিক শূন্যের নিজেদের রেকর্ডও। চারজন ব্যাটসম্যান শূন্য রানে আউট হয়েছেন এদিন। তামিম ইকবাল, মুশফিকুর রহিম, শফিউল ইসলাম ও রুবেল হোসেন। এক ইনিংসে চার বাংলাদেশি ব্যাটসম্যানের শূন্য রানে আউট হওয়ার সপ্তম উদাহরণ এটি।
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের প্রথম এক দিনের আন্তর্জাতিক ম্যাচটিতেই চার ব্যাটসম্যান শূন্য রানে আউট হন। শ্রীলঙ্কার মোরাতুয়ায় হওয়া দ্বিতীয় এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে নুরুল আবেদীন, গাজী আশরাফ, জাহাঙ্গীর শাহ ও সামিউর রহমান শূন্য রানে আউট হন। ওয়াসিম আকরামের পেস ও আবদুল কাদিরের ঘূর্ণি বলে দিশেহারা বাংলাদেশ ৩৫.৩ ওভারে মাত্র ৯৪ রানে অলআউট হয়। বাংলাদেশের চার ব্যাটসম্যানের শূন্য রানে আউট হওয়া ম্যাচগুলোর তালিকা নিচে দেওয়া হলো।
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের প্রথম এক দিনের আন্তর্জাতিক ম্যাচটিতেই চার ব্যাটসম্যান শূন্য রানে আউট হন। শ্রীলঙ্কার মোরাতুয়ায় হওয়া দ্বিতীয় এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে নুরুল আবেদীন, গাজী আশরাফ, জাহাঙ্গীর শাহ ও সামিউর রহমান শূন্য রানে আউট হন। ওয়াসিম আকরামের পেস ও আবদুল কাদিরের ঘূর্ণি বলে দিশেহারা বাংলাদেশ ৩৫.৩ ওভারে মাত্র ৯৪ রানে অলআউট হয়। বাংলাদেশের চার ব্যাটসম্যানের শূন্য রানে আউট হওয়া ম্যাচগুলোর তালিকা নিচে দেওয়া হলো।
No comments