চ্যাম্পিয়নস ট্রফি আর হবে না
চ্যাম্পিয়নস ট্রফি ক্রিকেট সম্ভবত আর হবে না! এই ইঙ্গিত দিয়েছেন আইসিসির প্রধান নির্বাহী হারুন লরগাত। ১৯৯৮ সালে শুরু হওয়া এই ওয়ানডে টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়ে কাল তিনি বলেছেন, ‘প্রতিটি ফরম্যাটের সর্বোচ্চ আয়োজনে আমরা নতুন কিছু একটা করার চেষ্টা করছি। পরবর্তী ধাপটা যদি আমরা চিন্তা করি, তাহলে অবশ্যই আমাদের চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে ভাবতে হবে।’
এতেই আইসিসির লক্ষ্যটা পরিষ্কার, চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে এখন আর তারা আগ্রহী নয়। প্রতি দুই বছর পর পর অনুষ্ঠিত এই টুর্নামেন্টের পরিবর্তে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ করার কথা ভাবা হচ্ছে। ২০১৩ সালে চ্যাম্পিয়নস ট্রফি হওয়ার কথা ইংল্যান্ডে, এটা না হলে সেখানেই ওই সময় টেস্ট চ্যাম্পিয়নশিপ হবে।
আগামী বিশ্বকাপে কতগুলো দল খেলবে—এ প্রশ্নের উত্তরটাও শিগগিরই চূড়ান্তভাবে জানিয়ে দেবে আইসিসি। প্রাথমিক সিদ্ধান্ত, ১০টি টেস্ট খেলুড়ে দেশ নিয়ে ২০১৫ সালে হবে পরের বিশ্বকাপ ক্রিকেট। আগামী মে মাসে আইসিসির সভায় এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা।
এতেই আইসিসির লক্ষ্যটা পরিষ্কার, চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে এখন আর তারা আগ্রহী নয়। প্রতি দুই বছর পর পর অনুষ্ঠিত এই টুর্নামেন্টের পরিবর্তে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ করার কথা ভাবা হচ্ছে। ২০১৩ সালে চ্যাম্পিয়নস ট্রফি হওয়ার কথা ইংল্যান্ডে, এটা না হলে সেখানেই ওই সময় টেস্ট চ্যাম্পিয়নশিপ হবে।
আগামী বিশ্বকাপে কতগুলো দল খেলবে—এ প্রশ্নের উত্তরটাও শিগগিরই চূড়ান্তভাবে জানিয়ে দেবে আইসিসি। প্রাথমিক সিদ্ধান্ত, ১০টি টেস্ট খেলুড়ে দেশ নিয়ে ২০১৫ সালে হবে পরের বিশ্বকাপ ক্রিকেট। আগামী মে মাসে আইসিসির সভায় এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা।
No comments