ভারতে জোট সরকার থেকে প্রত্যাহারের ঘোষণা ডিএমকের
ভারতে কংগ্রেস নেতৃত্বাধীন জোট সরকার থেকে নিজেদের প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে অন্যতম শরিক দল ডিএমকে। তবে দলটি সরকারকে ইস্যুভিত্তিক সমর্থন দিয়ে যাবে বলে জানিয়েছে।
ডিএমকের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, তামিলনাড়ু রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে আসন বণ্টন নিয়ে সমঝোতা না হওয়ায় তারা জোট সরকার থেকে বেরিয়ে যেতে বাধ্য হচ্ছে।
ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় ডিএমকের ১৮টি আসন রয়েছে।
ডিএমকের সভাপতি এম করুনানিধি বলেন, ‘আমরা সরকার থেকে নিজেদের প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ তিনি জানান, মন্ত্রিসভায় দলের ছয় সদস্যও শিগগিরই পদত্যাগ করবেন।
বিভিন্ন দুর্নীতি নিয়ে মনমোহন সরকার যখন বেকায়দায় ঠিক সেই সময় ডিএমকের সমর্থন প্রত্যাহার কংগ্রেসের জন্য বড় ধরনের ধাক্কা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
তবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্র জানায়, ডিএমকে চলে যাওয়ার কারণে সরকারের কোনো সমস্যা হবে না।
ডিএমকের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, তামিলনাড়ু রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে আসন বণ্টন নিয়ে সমঝোতা না হওয়ায় তারা জোট সরকার থেকে বেরিয়ে যেতে বাধ্য হচ্ছে।
ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় ডিএমকের ১৮টি আসন রয়েছে।
ডিএমকের সভাপতি এম করুনানিধি বলেন, ‘আমরা সরকার থেকে নিজেদের প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ তিনি জানান, মন্ত্রিসভায় দলের ছয় সদস্যও শিগগিরই পদত্যাগ করবেন।
বিভিন্ন দুর্নীতি নিয়ে মনমোহন সরকার যখন বেকায়দায় ঠিক সেই সময় ডিএমকের সমর্থন প্রত্যাহার কংগ্রেসের জন্য বড় ধরনের ধাক্কা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
তবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্র জানায়, ডিএমকে চলে যাওয়ার কারণে সরকারের কোনো সমস্যা হবে না।
No comments