ফ্রান্সে প্রকাশ্যে বোরকা পরা নিষিদ্ধ হচ্ছে
ফ্রান্সে আগামী এপ্রিল থেকে জন সমাবেশ স্থানে বোরকা পরা নিষিদ্ধ হচ্ছে। সরকারি কর্মকর্তারা এ কথা জানান। পুলিশ যেকোনো বোরকা পরা নারীকে থানায় তলব করতে পারবে। এ ছাড়া পুলিশ বোরকা খুলতে বলতে পারবে বা জরিমানা করতে পারবে।
সরকারি কর্মকর্তারা বলেন, এই আইন মূলত প্রতীকী। পুলিশ বোরকা পরা প্রত্যেক নারীকে তলব করবে না। কিন্তু প্যারিসের এক ইমাম বলেন, বোরকা পরা নারীদের থানায় ডাকা হলে তা হবে তাঁদের জন্য অস্বস্তিকর।
মুসলিম নেতারা এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, এতে নারীরা হয়রানির শিকার হবেন। বিশেষ করে সন্ত্রাসবাদী হামলার উদ্বেগ থেকে এ আইনের সমর্থকেরা বলছেন, পুলিশের প্রতিটি মানুষের মুখ দেখতে পারা উচিত।
সরকারি কর্মকর্তারা বলেন, এই আইন মূলত প্রতীকী। পুলিশ বোরকা পরা প্রত্যেক নারীকে তলব করবে না। কিন্তু প্যারিসের এক ইমাম বলেন, বোরকা পরা নারীদের থানায় ডাকা হলে তা হবে তাঁদের জন্য অস্বস্তিকর।
মুসলিম নেতারা এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, এতে নারীরা হয়রানির শিকার হবেন। বিশেষ করে সন্ত্রাসবাদী হামলার উদ্বেগ থেকে এ আইনের সমর্থকেরা বলছেন, পুলিশের প্রতিটি মানুষের মুখ দেখতে পারা উচিত।
No comments