সৌদি আরবে শিয়াদের বিক্ষোভ
সৌদি আরবের শিয়া ধর্মাবলম্বীরা গত শুক্রবার দেশটির পূর্বাঞ্চলে দুটি ছোট বিক্ষোভ করেছে। একজন শিয়াধর্মীয় নেতাসহ এ সম্প্রদায়ের অন্যান্য বন্দীর মুক্তি, শিয়া সম্প্রদায়ের লোকজনের কর্মমংস্থান বাড়ানো ও সম-অধিকারের দাবিতে তারা এ বিক্ষোভ করে। প্রত্যক্ষদর্শী ও মানবাধিকারকর্মীদের সূত্রে এ কথা জানা যায়।
মানবাধিকারকর্মীদের সূত্রে জানা যায়, দেশটির তেলসমৃদ্ধ শহর হোফাফে শতাধিক মানুষ বিক্ষোভ প্রদর্শন করেছে। বিক্ষোভকারীরা শিয়া নেতা তাওফিক আল-আমিরের মুক্তির দাবিতে মিছিল করে শহরটি প্রদক্ষিণ করে। সাংবিধানিক রাজতন্ত্র ও দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণার দাবি করায় এই নেতাকে গ্রেপ্তার করা হয়।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্বাঞ্চলের অপর উপকূলীয় শহর কাতিফেও শতাধিক মানুষ বিক্ষোভ করেছে।
উল্লেখ্য, এই পূর্বাঞ্চলে দেশটির সংখ্যালঘু শিয়া সম্প্রদায়ের বাস। আর দেশটির তেল সম্পদের মূল খনিগুলোও এ অঞ্চলে অবস্থিত। শিয়া সম্প্রদায়ের অভিযোগ, সরকারি ঊর্ধ্বতন পদ এবং অন্যান্য সুযোগ-সুবিধা থেকে তারা অন্য নাগরিকদের তুলনায় বিশেষ করে সংখ্যাগরিষ্ঠ সুন্নিদের তুলনায় বরাবর বঞ্চিত হয়ে আসছে।
মানবাধিকারকর্মীদের সূত্রে জানা যায়, দেশটির তেলসমৃদ্ধ শহর হোফাফে শতাধিক মানুষ বিক্ষোভ প্রদর্শন করেছে। বিক্ষোভকারীরা শিয়া নেতা তাওফিক আল-আমিরের মুক্তির দাবিতে মিছিল করে শহরটি প্রদক্ষিণ করে। সাংবিধানিক রাজতন্ত্র ও দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণার দাবি করায় এই নেতাকে গ্রেপ্তার করা হয়।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্বাঞ্চলের অপর উপকূলীয় শহর কাতিফেও শতাধিক মানুষ বিক্ষোভ করেছে।
উল্লেখ্য, এই পূর্বাঞ্চলে দেশটির সংখ্যালঘু শিয়া সম্প্রদায়ের বাস। আর দেশটির তেল সম্পদের মূল খনিগুলোও এ অঞ্চলে অবস্থিত। শিয়া সম্প্রদায়ের অভিযোগ, সরকারি ঊর্ধ্বতন পদ এবং অন্যান্য সুযোগ-সুবিধা থেকে তারা অন্য নাগরিকদের তুলনায় বিশেষ করে সংখ্যাগরিষ্ঠ সুন্নিদের তুলনায় বরাবর বঞ্চিত হয়ে আসছে।
No comments