পাকিস্তানে মার্কিন কনসুলেট কর্মীর বিরুদ্ধে হত্যার অভিযোগ
পাকিস্তানে গ্রেপ্তার হওয়া একজন মার্কিন কনসুলেট কর্মীর বিরুদ্ধে জোড়া খুনের অভিযোগ আনা হয়েছে। এ অভিযোগে গতকাল শুক্রবার তাঁকে আদালতে হাজির করার কথা। পুলিশ জানায়, লাহোরে মোটরসাইকেল আরোহী দুই পাকিস্তানি নাগরিককে গুলি করে হত্যার ঘটনায় গত বৃহস্পতিবার তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ এই বন্দুকধারীকে রেমন্ড ডেভিড বলে শনাক্ত করেছে। তিনি আত্মরক্ষার জন্য গুলি ছোড়েন বলে দাবি করেন। পুলিশকে ডেভিড বলেন, দুই মোটরসাইকেল আরোহী ডাকাতির উদ্দেশে আগ্নেয়াস্ত্র বের করার পর তিনি তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, বেসামরিক মার্কিন নাগরিক রেমন্ড ডেভিড লাহোরে মার্কিন কনসুলেটের হয়ে কাজ করছিলেন।
লাহোরে পুলিশের প্রধান আসলাম তারিন বলেন, রেমন্ড ডেভিড কূটনীতিক নন। তিনি কনসুলেট ভবনে নিরাপত্তা রক্ষার দায়িত্বে ছিলেন।
পুলিশ এই বন্দুকধারীকে রেমন্ড ডেভিড বলে শনাক্ত করেছে। তিনি আত্মরক্ষার জন্য গুলি ছোড়েন বলে দাবি করেন। পুলিশকে ডেভিড বলেন, দুই মোটরসাইকেল আরোহী ডাকাতির উদ্দেশে আগ্নেয়াস্ত্র বের করার পর তিনি তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, বেসামরিক মার্কিন নাগরিক রেমন্ড ডেভিড লাহোরে মার্কিন কনসুলেটের হয়ে কাজ করছিলেন।
লাহোরে পুলিশের প্রধান আসলাম তারিন বলেন, রেমন্ড ডেভিড কূটনীতিক নন। তিনি কনসুলেট ভবনে নিরাপত্তা রক্ষার দায়িত্বে ছিলেন।
No comments