পার্লামেন্টে ভোটে হেরে যেতে পারেন ক্যামেরন
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) প্রসঙ্গে একটি বিল নিয়ে পার্লামেন্টের ভোটাভুটিতে হেরে যেতে পারেন। গতকাল রোববার দ্য সানডে টাইমস-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, প্রস্তাবিত আইনের খসড়ায় গণভোট ছাড়াই ইইউর কিছু ক্ষমতা লন্ডন থেকে ব্রাসেলসের হাতে দেওয়ার কথা বলা হয়েছে। ১১ জানুয়ারি বিষয়টি নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে বিতর্ক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, প্রধানমন্ত্রী ক্যামেরনের দল কনজারভেটিভ পার্টির অনেক আইনপ্রণেতা এই বিলের বিপক্ষে অবস্থান নিতে পারেন। আর বিরোধী দল লেবার পার্টিও এই বিলের বিরোধিতা করবে। সব মিলিয়ে প্রধানমন্ত্রী ক্যামেরন এই প্রথমবারের মতো কোনো বিল নিয়ে ভোটাভুটিতে হেরে যেতে পারেন।
কনজারভেটিভ পার্টির অনেক আইনপ্রণেতার মতে, যেখানে গণভোটের কথা বলাই আছে, সেখানে সেটি মানা উচিত। এটা ছাড়া তাঁদের সিদ্ধান্ত আদালতে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।
প্রতিবেদনে বলা হয়, প্রধান বিরোধী দল লেবার পার্টির নেতা এডওয়ার্ড মিলিব্যান্ড এই বিলের বিরোধিতা করতে তাঁর দলের আইনপ্রণেতাদের নির্দেশ দেবেন।
প্রতিবেদন অনুযায়ী, প্রস্তাবিত আইনের খসড়ায় গণভোট ছাড়াই ইইউর কিছু ক্ষমতা লন্ডন থেকে ব্রাসেলসের হাতে দেওয়ার কথা বলা হয়েছে। ১১ জানুয়ারি বিষয়টি নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে বিতর্ক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, প্রধানমন্ত্রী ক্যামেরনের দল কনজারভেটিভ পার্টির অনেক আইনপ্রণেতা এই বিলের বিপক্ষে অবস্থান নিতে পারেন। আর বিরোধী দল লেবার পার্টিও এই বিলের বিরোধিতা করবে। সব মিলিয়ে প্রধানমন্ত্রী ক্যামেরন এই প্রথমবারের মতো কোনো বিল নিয়ে ভোটাভুটিতে হেরে যেতে পারেন।
কনজারভেটিভ পার্টির অনেক আইনপ্রণেতার মতে, যেখানে গণভোটের কথা বলাই আছে, সেখানে সেটি মানা উচিত। এটা ছাড়া তাঁদের সিদ্ধান্ত আদালতে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।
প্রতিবেদনে বলা হয়, প্রধান বিরোধী দল লেবার পার্টির নেতা এডওয়ার্ড মিলিব্যান্ড এই বিলের বিরোধিতা করতে তাঁর দলের আইনপ্রণেতাদের নির্দেশ দেবেন।
No comments