কিউবার বন্দীরা শিগগির মুক্তি পাবে: ওর্তেগা
কিউবা সরকারের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী আগামী কয়েক মাসের মধ্যেই বাকি ১১ জন রাজনৈতিক বন্দীকে মুক্তি দেওয়া হবে। গত শনিবার নববর্ষের প্রথম দিনে একটি প্রার্থনা সভায় ক্যাথলিক কার্ডিনাল জেইম ওর্তেগা তাঁদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন।
২০০৩ সালে সরকার ৫২ জন ভিন্নমতাবলম্বীকে কারাদণ্ড দেয়। এরপর ঐতিহাসিক এক চুক্তির পর গত ৭ জুলাই সরকার রাজনৈতিক বন্দীদের মুক্তি দেওয়ার ঘোষণা দেয়। এতে বলা হয়, বন্দীদের মুক্তি দেওয়ার প্রক্রিয়া শেষ হতে তিন থেকে চার মাস সময় লাগতে পারে। তবে এরই মধ্যে প্রায় ছয় মাস পেরিয়ে গেলেও সবাইকে মুক্তি দেওয়া হয়নি। এ পর্যন্ত ৪১ জন বন্দী মুক্তি পেয়েছেন।
২০০৩ সালে সরকার ৫২ জন ভিন্নমতাবলম্বীকে কারাদণ্ড দেয়। এরপর ঐতিহাসিক এক চুক্তির পর গত ৭ জুলাই সরকার রাজনৈতিক বন্দীদের মুক্তি দেওয়ার ঘোষণা দেয়। এতে বলা হয়, বন্দীদের মুক্তি দেওয়ার প্রক্রিয়া শেষ হতে তিন থেকে চার মাস সময় লাগতে পারে। তবে এরই মধ্যে প্রায় ছয় মাস পেরিয়ে গেলেও সবাইকে মুক্তি দেওয়া হয়নি। এ পর্যন্ত ৪১ জন বন্দী মুক্তি পেয়েছেন।
No comments