প্রথমদিনটি দক্ষিণ আফ্রিকারই: আমলা
দক্ষিণ আফিকার বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় টেস্টে অবশেষে টস জেতার সৌভাগ্য হয়েছে ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির। আর তারপর কেপটাউনের বোলিং সহায়ক উইকেটে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিতে একটুও দেরি করেন নি তিনি। মাত্র ৩৪ রানের মধ্যেই দক্ষিণ আফ্রিকার দুই ওপেনারকে ফিরিয়ে দিয়ে শুরুটাও ভালোভাবেই করেছেন ভারতীয় বোলাররা। খুব বেশি বিপদজনক হয়ে ওঠার আগেই হাশিম আমলা আর ডি ভিলিয়ার্সকেও সাজঘরে পাঠিয়ে দিয়েছেন শ্রীশান্ত। কিন্তু ব্যাট হাতে আবার সফরকারীদের উপরে চড়াও হয়েছেন জ্যাক ক্যালিস। পঞ্চম উইকেট জুটিতে অ্যাশওয়েল প্রিন্সকে নিয়ে ৬৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দিন শেষ করেছেন তিনি। অপরাজিত আছেন ৮১ রানে। তাই ১৬৪ রানে চার উইকেট হারানোর পরও হাশিম আমলা জোর দিয়েই বলতে পারছেন, প্রথম দিন শেষে ভারতের তুলনায় দক্ষিণ আফ্রিকার অবস্থানই শক্ত।
প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে আমলা বলেছেন, ‘চার উইকেট হারানোটা অবশ্যই ভালো ব্যাপার না। কিন্তু এরকম বোলিং সহায়ক উইকেট ও মেঘাচ্ছন্ন কন্ডিশনের বিবেচনায় আমরা ভালো অবস্থানেই আছি। দ্বিতীয় দিনের প্রথম সেশনটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা অবশ্য আমাদের কৌশল নিয়ে এখনো বিস্তারিত কিছু আলোচনা করি নি। এই সময়টা ব্যাটসম্যানদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। তবে আমি আশা করছি রোদ ওঠার সঙ্গে সঙ্গে ব্যাটসম্যানরা উইকেট থেকে বেশ ভালোই সুবিধা পাবে।’
প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে আমলা বলেছেন, ‘চার উইকেট হারানোটা অবশ্যই ভালো ব্যাপার না। কিন্তু এরকম বোলিং সহায়ক উইকেট ও মেঘাচ্ছন্ন কন্ডিশনের বিবেচনায় আমরা ভালো অবস্থানেই আছি। দ্বিতীয় দিনের প্রথম সেশনটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা অবশ্য আমাদের কৌশল নিয়ে এখনো বিস্তারিত কিছু আলোচনা করি নি। এই সময়টা ব্যাটসম্যানদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। তবে আমি আশা করছি রোদ ওঠার সঙ্গে সঙ্গে ব্যাটসম্যানরা উইকেট থেকে বেশ ভালোই সুবিধা পাবে।’
No comments