ইসরায়েলে দাবানলে ৪০ জনের মৃত্যু
ইসরায়েলের উত্তরাঞ্চলে গতকাল বৃহস্পতিবার ভয়াবহ এক দাবানলে প্রায় ৪০ জন কারারক্ষীর মৃত্যু ও বহু আহত হয়েছে। পুলিশ জানায়, করারক্ষীদের বহনকারী একটি বাস দাবানল থেকে রক্ষা পেতে দ্রুত ছুটতে গিয়ে উল্টে আগুনের মধ্যে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে। উত্তরের হাইফা শহরের কাছে কারমেল পাহাড়ের বনাঞ্চলে এই দাবানলের সূত্রপাত হয়।
দাবানল নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনী ও অন্যান্য জরুরি বিভাগ চেষ্টা চালিয়ে যাচ্ছে। হাজার হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে। এর মধ্যে ফিলিস্তিনি কারাবন্দীও রয়েছে।
জরুরি বিভাগ সূত্র জানায়, এ ঘটনায় বহু মানুষ আহত হয়েছে। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। জেরুজালেম পোস্ট-এর খবরে বলা হয়, বিমান থেকে পানি ছিটিয়ে অগ্নিনির্বাপণকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। সরকারি কর্মকর্তারা ওই পত্রিকাকে বলেন, কী কারণে এই দাবানলের সৃষ্টি, তা তাঁরা জানেন না। তবে বৃষ্টিপাত না হওয়ায় ইসরায়েলে ব্যাপক খরা চলছে।
দাবানল নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনী ও অন্যান্য জরুরি বিভাগ চেষ্টা চালিয়ে যাচ্ছে। হাজার হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে। এর মধ্যে ফিলিস্তিনি কারাবন্দীও রয়েছে।
জরুরি বিভাগ সূত্র জানায়, এ ঘটনায় বহু মানুষ আহত হয়েছে। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। জেরুজালেম পোস্ট-এর খবরে বলা হয়, বিমান থেকে পানি ছিটিয়ে অগ্নিনির্বাপণকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। সরকারি কর্মকর্তারা ওই পত্রিকাকে বলেন, কী কারণে এই দাবানলের সৃষ্টি, তা তাঁরা জানেন না। তবে বৃষ্টিপাত না হওয়ায় ইসরায়েলে ব্যাপক খরা চলছে।
No comments