চিকিৎসকের বিরুদ্ধে ফের মামলা করলেন বাবা
পপসম্রাট মাইকেল জ্যাকসনের বাবা জোসেফ জ্যাকসন তাঁর ছেলের (জ্যাকসনের ) মৃত্যুর জন্য তাঁর চিকিৎসক কনরাড মারেকে দায়ী করে যুক্তরাষ্ট্রের একটি আদালতে আবার মামলা করেছেন। লস অ্যাঞ্জেলসের সুপিরিয়র কোর্টে দায়ের করা ওই মামলায় মৃত্যুর আগে জ্যাকসন যে ফার্মেসি থেকে ঘুমের ওষুধ কিনেছিলেন তার মালিকের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। গত জুনে দায়ের করা একটি মামলা যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালত খারিজ করে দেওয়ার পর জোসেফ জ্যাকসন দ্বিতীয় দফায় মামলাটি করলেন।
মামলার ২৪ পৃষ্ঠার এজাহারে বলা হয়, চিকিৎসক কনরাড মারের দায়িত্বে অবহেলা জ্যাকসনের মৃত্যুর অন্যতম কারণ। এতে অভিযোগ করা হয়, ২০০৯ সালের ২৫ জুন জ্যাকসন যখন মারা যাচ্ছিলেন তখন তাঁর অবস্থা সংকটজনক জেনেও কনরাড মিউরি ৪৭ মিনিট টেলিফোনে তাঁর ব্যবসায়িক আলাপ করেছিলেন। অসুস্থ জ্যাকসনের অবস্থা গুরুতর জেনেও সময়মতো ৯১১ নম্বরে জরুরিবার্তা (যুক্তরাষ্ট্রে জরুরি সেবাসংক্রান্ত বিশেষ টেলিফোন নম্বর) পাঠানো হয়নি।
পুলিশের তদন্তে দেখা যায়, ওই সময় কনরাড মারে টেলিফোনে নেভাদা এবং টেক্সাসে অবস্থানরত ব্যক্তিদের সঙ্গে তাঁর ব্যবসাসংক্রান্ত আলোচনা করেন।
মামলার ২৪ পৃষ্ঠার এজাহারে বলা হয়, চিকিৎসক কনরাড মারের দায়িত্বে অবহেলা জ্যাকসনের মৃত্যুর অন্যতম কারণ। এতে অভিযোগ করা হয়, ২০০৯ সালের ২৫ জুন জ্যাকসন যখন মারা যাচ্ছিলেন তখন তাঁর অবস্থা সংকটজনক জেনেও কনরাড মিউরি ৪৭ মিনিট টেলিফোনে তাঁর ব্যবসায়িক আলাপ করেছিলেন। অসুস্থ জ্যাকসনের অবস্থা গুরুতর জেনেও সময়মতো ৯১১ নম্বরে জরুরিবার্তা (যুক্তরাষ্ট্রে জরুরি সেবাসংক্রান্ত বিশেষ টেলিফোন নম্বর) পাঠানো হয়নি।
পুলিশের তদন্তে দেখা যায়, ওই সময় কনরাড মারে টেলিফোনে নেভাদা এবং টেক্সাসে অবস্থানরত ব্যক্তিদের সঙ্গে তাঁর ব্যবসাসংক্রান্ত আলোচনা করেন।
No comments