ওবামার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদত্যাগ করছেন
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেমস জোনস পদত্যাগ করছেন। প্রেসিডেন্ট ওবামা গতকাল শুক্রবার হোয়াইট হাউসে জেমস জোনসসহ ঊর্ধ্বতন পর্যায়ের বেশ কয়েকজন কর্মকর্তা পরিবর্তন করার ঘোষণা দেন।
প্রেসিডেন্ট ওবামা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের জন্য জেমস জোনসকে ধন্যবাদ জানান। এ সময় তিনি টমাস ই. ডনিলন তাঁর স্থলাভিষিক্ত হবেন বলে উল্লেখ করেন। ডনিলন জেমস জোনসের ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করছেন। জোনস পদত্যাগ করছেন—এ ধরনের গুঞ্জন বেশ কিছুদিন থেকেই শোনা যাচ্ছিল।
পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন এক বিবৃতিতে বলেন, ইরাক ও আফগান যুদ্ধ এবং জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে জেমস জোনস দারুণ অবদান রেখেছেন।
জেমস জোনসই বারাক ওবামার জাতীয় নিরাপত্তা টিমের সর্বোচ্চ পর্যায়ের সদস্য, যিনি পদত্যাগ করছেন।
প্রেসিডেন্ট ওবামার রাজনৈতিক ঘনিষ্ঠ সহযোগী ও শীর্ষ অর্থনৈতিক উপদেষ্টা ল্যারি সামারসসহ হোয়াইট হাউসের কয়েকজন জ্যেষ্ঠ উপদেষ্টার পদত্যাগের খবরের পরে নতুন করে এই খবর এল।
প্রেসিডেন্ট ওবামা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের জন্য জেমস জোনসকে ধন্যবাদ জানান। এ সময় তিনি টমাস ই. ডনিলন তাঁর স্থলাভিষিক্ত হবেন বলে উল্লেখ করেন। ডনিলন জেমস জোনসের ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করছেন। জোনস পদত্যাগ করছেন—এ ধরনের গুঞ্জন বেশ কিছুদিন থেকেই শোনা যাচ্ছিল।
পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন এক বিবৃতিতে বলেন, ইরাক ও আফগান যুদ্ধ এবং জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে জেমস জোনস দারুণ অবদান রেখেছেন।
জেমস জোনসই বারাক ওবামার জাতীয় নিরাপত্তা টিমের সর্বোচ্চ পর্যায়ের সদস্য, যিনি পদত্যাগ করছেন।
প্রেসিডেন্ট ওবামার রাজনৈতিক ঘনিষ্ঠ সহযোগী ও শীর্ষ অর্থনৈতিক উপদেষ্টা ল্যারি সামারসসহ হোয়াইট হাউসের কয়েকজন জ্যেষ্ঠ উপদেষ্টার পদত্যাগের খবরের পরে নতুন করে এই খবর এল।
No comments