জাতীয় ঐক্যের ডাক দিলেন মালিকি
ইরাকের প্রধানমন্ত্রী নূরি আল-মালিকি দেশটিতে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। গতকাল শনিবার বাগদাদে উপজাতিপ্রধানদের সঙ্গে এক বৈঠকে মালিকি বলেন, বিদেশে নির্বাসিত রাজনীতিকদের জন্য ইরাকের দরজা এখন খোলা।
মালিকি বলেন, ‘যা হওয়ার হয়ে গেছে এবং যাঁরা ভুল করেছেন, তাঁরা ভুলই করেছেন। এ জন্য আমরা তাঁদের ক্ষমা করে দিয়েছি। কারণ, ঘৃণা আর বিদ্বেষ নতুন ইরাকের ভিত্তি হতে পারে না। তাই যাঁরা বিদেশে রয়েছেন, তাঁদের জন্য ইরাকের দরজা খোলা আছে। তাঁরা ইচ্ছা করলে দেশে ফিরতে পারবেন।’
মালিকি বলেন, ‘যা হওয়ার হয়ে গেছে এবং যাঁরা ভুল করেছেন, তাঁরা ভুলই করেছেন। এ জন্য আমরা তাঁদের ক্ষমা করে দিয়েছি। কারণ, ঘৃণা আর বিদ্বেষ নতুন ইরাকের ভিত্তি হতে পারে না। তাই যাঁরা বিদেশে রয়েছেন, তাঁদের জন্য ইরাকের দরজা খোলা আছে। তাঁরা ইচ্ছা করলে দেশে ফিরতে পারবেন।’
No comments