ফ্রান্সে বোরকা নিষিদ্ধ করার শেষ আইনি বাধা পার
ফ্রান্সের সর্বোচ্চ আইনি কর্তৃপক্ষ সাংবিধানিক পরিষদ বোরকা নিষিদ্ধ-সংক্রান্ত একটি আইন অনুমোদন করেছে। গত বৃহস্পতিবার পরিষদ আইনটির চূড়ান্ত অনুমোদন দেয়। এর মাধ্যমে ফ্রান্সে প্রকাশ্যস্থানে বোরকা পরা নিষিদ্ধ করার শেষ আইনি বাধা অপসারিত হলো। ফ্রান্স সরকার এ আইনের মাধ্যমে নারীর অধিকার সংরক্ষণ করা হয়েছে বলে দাবি করেছে। তবে মুসলিম নেতাদের অভিযোগ, এর মাধ্যমে ফ্রান্স মুসলমানদের ধর্মীয় অনুশাসনকে কলঙ্কিত করেছে।
এর আগে ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজির সরকার আইনটি পার্লামেন্টে পেশ করলে ওই পরিষদ সতর্ক করে বলেছিল, বোরকা নিষিদ্ধ করলে সংবিধান লঙ্ঘিত হতে পারে। তবে খসড়া পর্যালোচনা করে সংশোধিত আকারে তৈরি আইনটি শেষ পর্যন্ত পরিষদ অনুমোদন করে।
অনুমোদিত আইনে বলা হয়েছে, আগামী বছরের প্রথম দিন থেকে ফ্রান্সে প্রকাশ্যে কোনো নারী সম্পূর্ণ মুখমণ্ডল ঢেকে বের হতে পারবেন না। কেউ আইন লঙ্ঘন করলে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। তবে ধর্ম চর্চার স্বাধীনতা যাতে লঙ্ঘিত না হয়, এ জন্য মসজিদ বা অন্য কোনো উপাসনালয়ে কেউ সম্পূর্ণ মুখমণ্ডল ঢাকলে তাঁকে বাধা দেওয়া হবে না।
এর আগে ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজির সরকার আইনটি পার্লামেন্টে পেশ করলে ওই পরিষদ সতর্ক করে বলেছিল, বোরকা নিষিদ্ধ করলে সংবিধান লঙ্ঘিত হতে পারে। তবে খসড়া পর্যালোচনা করে সংশোধিত আকারে তৈরি আইনটি শেষ পর্যন্ত পরিষদ অনুমোদন করে।
অনুমোদিত আইনে বলা হয়েছে, আগামী বছরের প্রথম দিন থেকে ফ্রান্সে প্রকাশ্যে কোনো নারী সম্পূর্ণ মুখমণ্ডল ঢেকে বের হতে পারবেন না। কেউ আইন লঙ্ঘন করলে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। তবে ধর্ম চর্চার স্বাধীনতা যাতে লঙ্ঘিত না হয়, এ জন্য মসজিদ বা অন্য কোনো উপাসনালয়ে কেউ সম্পূর্ণ মুখমণ্ডল ঢাকলে তাঁকে বাধা দেওয়া হবে না।
No comments