ইংলিশ চ্যানেলের কাছে দুর্ঘটনায় রাসায়নিক দ্রব্যবাহী জাহাজ
ইংলিশ চ্যানেলের প্রবেশমুখে দুর্ঘটনা- কবলিত রাসায়নিক দ্রব্যবাহী জাহাজ ওয়াইএম ইউরেনাস |
আটলান্টিক মহাসাগরের ফ্রান্স উপকূলের কাছে ইংলিশ চ্যানেলের প্রবেশমুখে গতকাল শুক্রবার রাসায়নিক দ্রব্যবাহী একটি জাহাজ দুর্ঘটনার কবলে পড়ে। ফ্রান্সের কর্তৃপক্ষ জানায়, অপর একটি জাহাজের সঙ্গে সংঘর্ষের ফলে এ দুর্ঘটনা ঘটে। জাহাজের ১৩ জন ক্রুকে উদ্ধার করা হয়েছে।
ফ্রান্সের কর্মকর্তারা জানান, শুক্রবার সকালে রাসায়নিক দ্রব্যবাহী জাহাজ ওয়াইএম ইউরেনাস থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়, জাহাজের কোনো অংশ ছিদ্র হয়ে গেছে। নিরাপত্তার কারণে ১৩ জন ক্রুর সবাই জাহাজ ছেড়ে যাচ্ছেন। ওই সময় তাঁরা ওয়েসেন্ট দ্বীপ থেকে ১০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিলেন। তখনই জানানো হয়, জাহাজে ছয় হাজার টন রাসায়নিক দ্রব্য রয়েছে।
ব্রিটেনের কোস্টগার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা পিটার বুলার্ড জানান, ‘রাসায়নিক দ্রব্যবাহী জাহাজটি ডুবে গেলেও আপাতত পরিবেশদূষণের আশঙ্কা নেই। এখন আমাদের প্রধান কাজ হবে ফ্রেঞ্চ কর্তৃপক্ষকে সহায়তা করা।’
৪০০ ফুট দীর্ঘ ওয়াইএম ইউরেনাস ইতালি ও নেদারল্যান্ড এবং হানজিন রিকজাড স্পেন ও নেদারল্যান্ডের মধ্যে চলাচল করে।
ফ্রান্সের কর্মকর্তারা জানান, শুক্রবার সকালে রাসায়নিক দ্রব্যবাহী জাহাজ ওয়াইএম ইউরেনাস থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়, জাহাজের কোনো অংশ ছিদ্র হয়ে গেছে। নিরাপত্তার কারণে ১৩ জন ক্রুর সবাই জাহাজ ছেড়ে যাচ্ছেন। ওই সময় তাঁরা ওয়েসেন্ট দ্বীপ থেকে ১০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিলেন। তখনই জানানো হয়, জাহাজে ছয় হাজার টন রাসায়নিক দ্রব্য রয়েছে।
ব্রিটেনের কোস্টগার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা পিটার বুলার্ড জানান, ‘রাসায়নিক দ্রব্যবাহী জাহাজটি ডুবে গেলেও আপাতত পরিবেশদূষণের আশঙ্কা নেই। এখন আমাদের প্রধান কাজ হবে ফ্রেঞ্চ কর্তৃপক্ষকে সহায়তা করা।’
৪০০ ফুট দীর্ঘ ওয়াইএম ইউরেনাস ইতালি ও নেদারল্যান্ড এবং হানজিন রিকজাড স্পেন ও নেদারল্যান্ডের মধ্যে চলাচল করে।
No comments