নেদারল্যান্ডেও নিষিদ্ধ হতে যাচ্ছে বোরকা
সরকার গঠনে ইসলামবিরোধী ফ্রিডম পার্টির সমর্থন লাভের জন্য গত বৃহস্পতিবার নেদারল্যান্ডের দুটি মধ্য-ডান দল দেশটিতে বোরকা নিষিদ্ধ করতে রাজি হয়েছে।
ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে ফ্রান্সের পর দ্বিতীয় দেশ হিসেবে বোরকা নিষিদ্ধ করতে যাচ্ছে নেদারল্যান্ড।
জোট গঠনের জন্য দলগুলোর মধ্যে সম্পাদিত খসড়া চুক্তি অনুযায়ী দেশটিতে অভিবাসন আইন কঠোর করা হবে।
এসব সিদ্ধান্তের বিনিময়ে ফ্রিডম পার্টির নেতা সিয়েথ ভিল্ডার্স নতুন জোটের বাজেট কাটছাঁটের পরিকল্পনার প্রতি সমর্থন জানাবেন।
চুক্তি সম্পাদনের পর এক সংবাদ সম্মেলনে ভিল্ডার্স বলেন, ‘আমরা ইসলামীকরণ বন্ধ করতে চাই।’ তিনি আরও বলেন, এসব সিদ্ধান্তের ফলে অপশ্চিমা অভিবাসনের সংখ্যা অর্ধেকে নামিয়ে আনা সম্ভব হবে।
গত জুনের নির্বাচনে ভিল্ডার্সের ফ্রিডম পার্টি ভালো ফলাফল করে। এ কারণে ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাট ও উদারপন্থী ভিভিডি দল সরকার গঠনের জন্য ভিল্ডার্সের দ্বারস্থ হতে বাধ্য হয়। নেদারল্যান্ডের অনেক নাগরিকই ফ্রিডম পার্টিকে বর্ণবাদী হিসেবে অভিহিত করে থাকে।
সম্পাদিত চুক্তিটি আজ শনিবার ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাট (সিডিএ) দলের কংগ্রেসে অনুমোদিত হতে হবে। সরকার গঠনে ফ্রিডম পার্টির সমর্থনের ওপর নির্ভর করা ঠিক হবে কি না—গত বুধবার দীর্ঘ আলোচনার পরও এ নিয়ে দলের মধ্যকার বিভক্তি নিরসন করতে ব্যর্থ হয় সিডিএ।
ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে ফ্রান্সের পর দ্বিতীয় দেশ হিসেবে বোরকা নিষিদ্ধ করতে যাচ্ছে নেদারল্যান্ড।
জোট গঠনের জন্য দলগুলোর মধ্যে সম্পাদিত খসড়া চুক্তি অনুযায়ী দেশটিতে অভিবাসন আইন কঠোর করা হবে।
এসব সিদ্ধান্তের বিনিময়ে ফ্রিডম পার্টির নেতা সিয়েথ ভিল্ডার্স নতুন জোটের বাজেট কাটছাঁটের পরিকল্পনার প্রতি সমর্থন জানাবেন।
চুক্তি সম্পাদনের পর এক সংবাদ সম্মেলনে ভিল্ডার্স বলেন, ‘আমরা ইসলামীকরণ বন্ধ করতে চাই।’ তিনি আরও বলেন, এসব সিদ্ধান্তের ফলে অপশ্চিমা অভিবাসনের সংখ্যা অর্ধেকে নামিয়ে আনা সম্ভব হবে।
গত জুনের নির্বাচনে ভিল্ডার্সের ফ্রিডম পার্টি ভালো ফলাফল করে। এ কারণে ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাট ও উদারপন্থী ভিভিডি দল সরকার গঠনের জন্য ভিল্ডার্সের দ্বারস্থ হতে বাধ্য হয়। নেদারল্যান্ডের অনেক নাগরিকই ফ্রিডম পার্টিকে বর্ণবাদী হিসেবে অভিহিত করে থাকে।
সম্পাদিত চুক্তিটি আজ শনিবার ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাট (সিডিএ) দলের কংগ্রেসে অনুমোদিত হতে হবে। সরকার গঠনে ফ্রিডম পার্টির সমর্থনের ওপর নির্ভর করা ঠিক হবে কি না—গত বুধবার দীর্ঘ আলোচনার পরও এ নিয়ে দলের মধ্যকার বিভক্তি নিরসন করতে ব্যর্থ হয় সিডিএ।
No comments