প্রস্তুতি ম্যাচের জন্য হাহাকার
দুই বছর আগের স্মৃতি কি ফিরে আসছে ড্যানিয়েল ভেট্টোরিদের মনে? সেবার বৃষ্টিতে ভেসে গিয়েছিল নিউজিল্যান্ডের একমাত্র প্রস্তুতি ম্যাচটা। এবার হয়তো এ কারণেই একটু আগে চলে এসেছিলেন বাংলাদেশে। কিন্তু কপাল নাকি বঙ্গে এলেও সঙ্গে থাকে! বৃষ্টিতে প্রথম প্রস্তুতি ম্যাচটি বাতিল হয়ে গেছে। আগামীকালের দ্বিতীয় ম্যাচটিও অনিশ্চিত।
বিসিবির কর্মকর্তারা কাল একরকম বলেই দিলেন, আজ খুব রোদ ঝলমলে দিন না হলে বিকেএসপির এই ম্যাচটিও হবে না। নিউজিল্যান্ডের ক্রিকেটাররা মনে মনে কী বলছেন কে জানে। তবে সহ-অধিনায়ক রস টেলর আবহাওয়া-নিয়তিকে মেনেই নিলেন, ‘আবহাওয়াটা তো আর আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। আমরা যেটা নিয়ন্ত্রণ করতে পারি, সেটা ভালোভাবে করার চেষ্টা করছি। আজ ট্রেনিং খুব ভালো হয়েছে।’
সেই ‘ট্রেনিং’-এ একটু বাড়তি সুবিধা দাবি করছে নিউজিল্যান্ড। সেন্টার উইকেটে অনুশীলন করতে দেওয়ার অনুরোধ নাকি বিসিবি মেনেও নিয়েছে। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচটা বিকেএসপির বদলে অন্য কোনো মাঠে আয়োজন করা যায় কি না, সেই অনুরোধও করা হয়েছিল। বিকল্প কোনো ভেন্যু হাতে নেই জানিয়ে সেই অনুরোধ রক্ষা করতে অপারগতার কথা জানিয়ে দিয়েছে বিসিবি।
বিসিবির কর্মকর্তারা কাল একরকম বলেই দিলেন, আজ খুব রোদ ঝলমলে দিন না হলে বিকেএসপির এই ম্যাচটিও হবে না। নিউজিল্যান্ডের ক্রিকেটাররা মনে মনে কী বলছেন কে জানে। তবে সহ-অধিনায়ক রস টেলর আবহাওয়া-নিয়তিকে মেনেই নিলেন, ‘আবহাওয়াটা তো আর আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। আমরা যেটা নিয়ন্ত্রণ করতে পারি, সেটা ভালোভাবে করার চেষ্টা করছি। আজ ট্রেনিং খুব ভালো হয়েছে।’
সেই ‘ট্রেনিং’-এ একটু বাড়তি সুবিধা দাবি করছে নিউজিল্যান্ড। সেন্টার উইকেটে অনুশীলন করতে দেওয়ার অনুরোধ নাকি বিসিবি মেনেও নিয়েছে। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচটা বিকেএসপির বদলে অন্য কোনো মাঠে আয়োজন করা যায় কি না, সেই অনুরোধও করা হয়েছিল। বিকল্প কোনো ভেন্যু হাতে নেই জানিয়ে সেই অনুরোধ রক্ষা করতে অপারগতার কথা জানিয়ে দিয়েছে বিসিবি।
No comments