উইকিলিকসকে ধ্বংস করতে চায় পেন্টাগন

উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের দাবি করেছেন, মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন তাঁদের ওয়েবসাইটটি ধ্বংস করার পাঁয়তারা করছে। গত বৃহস্পতিবার লন্ডনে এক সভায় এ দাবি করেন তিনি। এ বছর পেন্টাগনের আফগান যুদ্ধসংক্রান্ত বিপুলসংখ্যক গোপন নথি প্রকাশ করে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে আলোচনায় চলে আসে এই ওয়েবসাইট।
অ্যাসাঞ্জে বলেন, ‘এই সংবাদ সংস্থাটির বিরুদ্ধে যে ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে, এর গুরুত্ব তুলে ধরতে চাই আপনাদের সামনে। পেন্টাগনের দাবি, আমরা যেন আফগানিস্তান যুদ্ধসংক্রান্ত নথিসহ আগে প্রকাশ করা সব নথি ধ্বংস করে ফেলি। পেন্টাগন আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, কীভাবে এই প্রতিষ্ঠানটি ধ্বংস করা যায়।’
উইকিলিকসের প্রকাশ করা তথ্য নিরীহ মানুষের জীবনকে শঙ্কায় ফেলছে এমন অভিযোগ অস্বীকার করেছেন অ্যাসানজে। আফগান যুদ্ধসংক্রান্ত গোপন তথ্য প্রকাশের পর থেকে পেন্টাগন ও অ্যাসাঞ্জের মধ্যে বাগ্যুদ্ধ চলে আসছে।

No comments

Powered by Blogger.