স্নাইডার থাকতে চান, তবে...
ইন্টার মিলানের প্রতি ওয়েসলি স্নাইডারের ভালোবাসা অটুটই আছে! ডাচ মিডফিল্ডার ইতালিয়ান ক্লাবটিতেই থেকে যেতে চান। কিন্তু ইন্টার যে এখনো ঝুলিয়ে রেখেছে তাঁর নতুন চুক্তি। বাধ্য হয়েই দুই দিন পরপর মিডিয়ার কাছে নিজের দাবি-দাওয়ার কথা মনে করিয়ে দিতে হয়। আবারও হাজির হলেন এই ২৬ বছর বয়সী। ইন্টারকে এই বলে বার্তা পাঠালেন, ‘আমি যদি চলে যেতে চাই, আমার হাতে অনেক বিকল্পই আছে। কিন্তু আমি প্রাধান্য দেব ইন্টারের সঙ্গে নতুন চুক্তিটাকে। আশা করি, এটা শিগগিরই হবে।’
গত মৌসুমে ইন্টারের ট্রেবল জয়ের অন্যতম নায়ক বিশ্বকাপেও হল্যান্ডকে তুলেছেন ফাইনালে। তাঁর প্রত্যাশা ছিল, ইন্টারে বেতন-বোনাস বাড়বে। কিন্তু এর আগে যে প্রস্তাব দেওয়া হয়েছিল, সেটি নাকি হাস্যকর।
গত মৌসুমে ইন্টারের ট্রেবল জয়ের অন্যতম নায়ক বিশ্বকাপেও হল্যান্ডকে তুলেছেন ফাইনালে। তাঁর প্রত্যাশা ছিল, ইন্টারে বেতন-বোনাস বাড়বে। কিন্তু এর আগে যে প্রস্তাব দেওয়া হয়েছিল, সেটি নাকি হাস্যকর।
No comments