কাশ্মীরের সব এলাকা থেকে কারফিউ প্রত্যাহার
ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের সব এলাকা থেকে গতকাল শনিবার কারফিউ প্রত্যাহার করা হয়েছে। কারফিউ প্রত্যাহারের পর সেখানে জীবনযাত্রা স্বাভাবিক হয়ে এসেছে। বিচ্ছিন্নতাবাদী সংগঠন হুররিয়াত কনফারেন্সের এদিন কোনো বিক্ষোভ কর্মসূচি ছিল না।
কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর ও অন্য প্রধান শহরগুলোয় ব্যবসায়ীরা তাদের দোকান খুলেছে। সরকারি ছুটির কারণে সরকারি কার্যালয় বন্ধ ছিল। তবে ব্যক্তিমালিকাধীন কার্যালয় ও অন্য বাণিজ্যিক প্রতিষ্ঠাগুলো স্বাভাবিকভাবেই চলেছে। সরকারি কর্মকর্তারা এ কথা জানান।
সরকারি কর্মকর্তারা আরও বলেন, শহর ও আন্তজেলার সব রুটে সব ধরনের যানবাহন চলেছে।
কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর ও অন্য প্রধান শহরগুলোয় ব্যবসায়ীরা তাদের দোকান খুলেছে। সরকারি ছুটির কারণে সরকারি কার্যালয় বন্ধ ছিল। তবে ব্যক্তিমালিকাধীন কার্যালয় ও অন্য বাণিজ্যিক প্রতিষ্ঠাগুলো স্বাভাবিকভাবেই চলেছে। সরকারি কর্মকর্তারা এ কথা জানান।
সরকারি কর্মকর্তারা আরও বলেন, শহর ও আন্তজেলার সব রুটে সব ধরনের যানবাহন চলেছে।
No comments