কবিতা- 'সেতু' by বায়েজীদ মাহবুব
মানুষ বানায় এত কম সেতু আর এত বেশি দেয়াল
সেতু সরলরেখা। তাকে সরল রাখা পুরকৌশল। সেতু সরলরৈখিক
সর্বদা। সেতু কুটিল নয়, লাগসই প্রয়োগহেতু। আহা
সেতুর ছাউনি নাই। তোমার আমার তাই
যোগাযোগে গোলযোগ। কেননা তোমার জানা,
সেতুর ছাউনি নাই। তোমার আমার তাই
যোগাযোগে তালগোল। কেননা…
এ প্রয়োগ্য অন্তঃপুরে, গাছে গাছে, টাওয়ারে টাওয়ারে, তবু
সেতুর ছাউনি নাই। তোমার আমার তাই
যোগাযোগে মনোযোগ। কেননা তোমার জানা,
এবং বাক্যাংশের কাছে এ সংযোজক অব্যয়, সন্ধিপ্রস্তাবে প্রেষণা জাগায়
কত ক্লজ রাজ্যজয়ে এসে দ্যোতিত ক্লাউন হয়ে ফিরে যায়।
সেতুধর্মে সিঁড়ি প্রটেস্ট্যান্ট আর ফ্লাইওভারের যুগধর্ম। আহা
ব্রিটিশ আমল থেকে সাধ, কবে ব্রিজ হবে, বলাবলি হবে
সেতু পেরোলেই ইউরোপ।
সেতুর ছাউনি নাই। তোমার আমার তাই
খালকাটা আর ব্রিজ বানানো আর হাওয়া খাওয়া
আর কুমির দেখা আর কুমির গুনে গুনে পার হয়ে যায় খরগোশ
সেতুর দুই পাশে নিশ্চয়ই দুটি পথ থাকে।
সেতুহেতু উত্তরবঙ্গে উত্তরণ, ঘরে ঘরে ঘটে গ্যাস-দুর্ঘটনা। তবু
সেতুর ছাউনি নাই। তোমার আমার তাই
যোগাযোগে গোলযোগ। কেননা তোমার জানা,
বাংলার প্রতিটি সেতুতলে, শরীরের এগারো ভাগ নিচে রেখে
কেবল চক্ষু ভাসিয়ে কোনো-না-কোন মুক্তিযোদ্ধার
ভূত বাস করে
সেতু টেনশনের, সেতু কম্প্রেশনের।
সেতু দুইরূপ, সেতু ও টানেল। উপরে ও নিচে।
খরাই সেতুমৌসুম। বর্ষায় স্থগিত থাকে উহার নির্মাণ
আর সেতু দুরূহ, শব্দে শব্দে, পুলসিরাতের
সেতু স্পর্শের, মীড়ের আঁশের, ভূষিকার।
সেতুর ছাউনি নাই। তোমার আমার তাই
যোগাযোগে গোলযোগ। কেননা তোমার জানা,
ঐ যে কর্কটক্রান্তি চলে যাওয়া কুমিল্লার টমসন ব্রিজ,
সে-সেতুতে বসবাসী পাগলের ছয়মাস কোনো ছায়াই থাকে না।
সেতুর ছাউনি নাই। তোমার আমার তাই
যোগাযোগে তালগোল। কেননা তোমার জানা,
সেতুর ছাউনি নাই। তোমার আমার তাই
যোগাযোগে গোলযোগ। কেননা তোমার জানা,
সেতু বড় ভালো, বড় সেতু ভালো, ভালো
সেতু।
========================
বায়েজীদ মাহবুব
কবি, অনুবাদক ও স্থপতি
জন্ম
বগুড়া, ৩১/৫/১৯৭০
প্রকাশনা
গুলের বাদশা (অনুবাদ : সালমান রুশদির বই ‘হারুন এন্ড দি সী অব স্টোরিজ’)
নিবাস
ঢাকা
==========================
bdnews24 এর সৌজন্যে
লেখকঃ বায়েজীদ মাহবুব
এই কবিতা'টি পড়া হয়েছে...
সেতু সরলরেখা। তাকে সরল রাখা পুরকৌশল। সেতু সরলরৈখিক
সর্বদা। সেতু কুটিল নয়, লাগসই প্রয়োগহেতু। আহা
সেতুর ছাউনি নাই। তোমার আমার তাই
যোগাযোগে গোলযোগ। কেননা তোমার জানা,
সেতুর ছাউনি নাই। তোমার আমার তাই
যোগাযোগে তালগোল। কেননা…
এ প্রয়োগ্য অন্তঃপুরে, গাছে গাছে, টাওয়ারে টাওয়ারে, তবু
সেতুর ছাউনি নাই। তোমার আমার তাই
যোগাযোগে মনোযোগ। কেননা তোমার জানা,
এবং বাক্যাংশের কাছে এ সংযোজক অব্যয়, সন্ধিপ্রস্তাবে প্রেষণা জাগায়
কত ক্লজ রাজ্যজয়ে এসে দ্যোতিত ক্লাউন হয়ে ফিরে যায়।
সেতুধর্মে সিঁড়ি প্রটেস্ট্যান্ট আর ফ্লাইওভারের যুগধর্ম। আহা
ব্রিটিশ আমল থেকে সাধ, কবে ব্রিজ হবে, বলাবলি হবে
সেতু পেরোলেই ইউরোপ।
সেতুর ছাউনি নাই। তোমার আমার তাই
খালকাটা আর ব্রিজ বানানো আর হাওয়া খাওয়া
আর কুমির দেখা আর কুমির গুনে গুনে পার হয়ে যায় খরগোশ
সেতুর দুই পাশে নিশ্চয়ই দুটি পথ থাকে।
সেতুহেতু উত্তরবঙ্গে উত্তরণ, ঘরে ঘরে ঘটে গ্যাস-দুর্ঘটনা। তবু
সেতুর ছাউনি নাই। তোমার আমার তাই
যোগাযোগে গোলযোগ। কেননা তোমার জানা,
বাংলার প্রতিটি সেতুতলে, শরীরের এগারো ভাগ নিচে রেখে
কেবল চক্ষু ভাসিয়ে কোনো-না-কোন মুক্তিযোদ্ধার
ভূত বাস করে
সেতু টেনশনের, সেতু কম্প্রেশনের।
সেতু দুইরূপ, সেতু ও টানেল। উপরে ও নিচে।
খরাই সেতুমৌসুম। বর্ষায় স্থগিত থাকে উহার নির্মাণ
আর সেতু দুরূহ, শব্দে শব্দে, পুলসিরাতের
সেতু স্পর্শের, মীড়ের আঁশের, ভূষিকার।
সেতুর ছাউনি নাই। তোমার আমার তাই
যোগাযোগে গোলযোগ। কেননা তোমার জানা,
ঐ যে কর্কটক্রান্তি চলে যাওয়া কুমিল্লার টমসন ব্রিজ,
সে-সেতুতে বসবাসী পাগলের ছয়মাস কোনো ছায়াই থাকে না।
সেতুর ছাউনি নাই। তোমার আমার তাই
যোগাযোগে তালগোল। কেননা তোমার জানা,
সেতুর ছাউনি নাই। তোমার আমার তাই
যোগাযোগে গোলযোগ। কেননা তোমার জানা,
সেতু বড় ভালো, বড় সেতু ভালো, ভালো
সেতু।
========================
বায়েজীদ মাহবুব
কবি, অনুবাদক ও স্থপতি
জন্ম
বগুড়া, ৩১/৫/১৯৭০
প্রকাশনা
গুলের বাদশা (অনুবাদ : সালমান রুশদির বই ‘হারুন এন্ড দি সী অব স্টোরিজ’)
নিবাস
ঢাকা
==========================
উপন্যাস- 'রৌরব' by লীসা গাজী »»» (পর্ব-এক) # (পর্ব-দুই) # (পর্ব-তিন) # (পর্ব-চার শেষ) গল্প- 'পান্নালালের বাস্তু' by সিউতি সবুর গল্প- 'গোপন কথাটি' by উম্মে মুসলিমা আহমদ ছফার অগ্রন্থিত রচনা কর্ণফুলীর ধারে আলোচনা- 'খানিক ছফানামা' by কামরুজ্জামান জাহাঙ্গীর প্রবন্ধ- অল্পবিদ্যা কংকরবোমা : 'ফ্রয়েড, এডোয়ার্ড স. প্রবন্ধ- 'তাদের সঙ্গে, তাদের এলাকায়' by আকিমুন রহম প্রবন্ধ- 'রবীন্দ্রনাথের ছোটগল্পে ও গদ্যে মুসলমানের. প্রবন্ধ- 'কবিতা, মানবজাতির মাতৃভাষা' by মাসুদ খান প্রবন্ধ- 'কাজী নজরুল:রবীন্দ্রনাথ ও জীবনানন্দের পার প্রবন্ধ- 'জাতীয় কবিতা উৎসব ২০০৯-এ পঠিত প্রবন্ধ সাম প্রবন্ধ- 'রবীন্দ্রজন্মের দেড়শ বছর “একজন তৃতীয় সারি প্রবন্ধ- 'রবীন্দ্রজন্মের দেড়শ বছর গায়ক রবীন্দ্রনাথ. প্রবন্ধ- 'গণশিক্ষায় কেসস্টাডি ‘হৈমন্তি’র অপুরুষ বন প্রবন্ধ- ‘পারস্যে’: মধ্যপ্রাচ্য ও পশ্চিমা সাম্রাজ্. কবিতা- 'রেঙ্গুন সনেটগুচ্ছ : গৌতমই সর্বহারাদের ঘরাম.
bdnews24 এর সৌজন্যে
লেখকঃ বায়েজীদ মাহবুব
এই কবিতা'টি পড়া হয়েছে...
No comments