জাতিসংঘের অস্থায়ী সদস্য হতে চেষ্টা চালাবে পাকিস্তান
পাকিস্তান আগামী বছর জাতিসংঘের অস্থায়ী সদস্য হওয়ার চেষ্টা চালাবে। গতকাল শনিবার জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আবদুল্লাহ হুসেইন হারুন সাংবাদিকদের এ কথা বলেন। এক্ষেত্রে ভারত তাঁদের সমর্থন করবে বলে তাঁরা আশাবাদী।
আবদুুল্লাহ হুসেইন হারুন বলেন, ‘আগামী বছর এশিয়া অঞ্চল থেকে আমরা নিরাপত্তা পরিষদে একটি আসন পাওয়ার চেষ্টা চালাব।
আমার বিশ্বাস, ভারত এ ক্ষেত্রে তাদের প্রতিশ্রুতি অনুযায়ী আমাদের সমর্থন দেবে।’ জাতিসংঘের অস্থায়ী সদস্য হিসেবে ভারত যাতে তাদের দুই বছরের মেয়াদকাল ভালোভাবে পূর্ণ করতে পারে, সে কামনা করেন তিনি। ২০১১ সালের জানুয়ারি থেকে এই মেয়াদকাল শুরু হবে। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে ভারত নির্বাচিত হওয়ার ক্ষেত্রে পাকিস্তানের সমর্থন ছিল।
হারুন বলেন, ভারতকে পাকিস্তানের সমর্থন দেওয়ার মূলে ছিল এশীয় দেশগুলোর জোট ধরে রাখার চেষ্টা। তিনি বলেন, ‘এক বছর আগে আমরা এশীয় অঞ্চলের প্রতিনিধিরা মিলে আলোচনা করি। তখন এশীয় দেশগুলোর পারস্পরিক বিশ্বস্ততার ওপর গুরুত্বারোপ করা হয়।
আবদুুল্লাহ হুসেইন হারুন বলেন, ‘আগামী বছর এশিয়া অঞ্চল থেকে আমরা নিরাপত্তা পরিষদে একটি আসন পাওয়ার চেষ্টা চালাব।
আমার বিশ্বাস, ভারত এ ক্ষেত্রে তাদের প্রতিশ্রুতি অনুযায়ী আমাদের সমর্থন দেবে।’ জাতিসংঘের অস্থায়ী সদস্য হিসেবে ভারত যাতে তাদের দুই বছরের মেয়াদকাল ভালোভাবে পূর্ণ করতে পারে, সে কামনা করেন তিনি। ২০১১ সালের জানুয়ারি থেকে এই মেয়াদকাল শুরু হবে। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে ভারত নির্বাচিত হওয়ার ক্ষেত্রে পাকিস্তানের সমর্থন ছিল।
হারুন বলেন, ভারতকে পাকিস্তানের সমর্থন দেওয়ার মূলে ছিল এশীয় দেশগুলোর জোট ধরে রাখার চেষ্টা। তিনি বলেন, ‘এক বছর আগে আমরা এশীয় অঞ্চলের প্রতিনিধিরা মিলে আলোচনা করি। তখন এশীয় দেশগুলোর পারস্পরিক বিশ্বস্ততার ওপর গুরুত্বারোপ করা হয়।
No comments