কাবাডি লিগ
কাবাডি লিগে গতকাল স্বর্ণালী সংসদ ও ধলপুর ক্রীড়া চক্র জয় পেয়েছে। প্রথম খেলায় স্বর্ণালী সংসদ তিনটি লোনাসহ ৪২-৩১ পয়েন্টে ডায়মন্ড স্পোর্টিং ক্লাবকে এবং দিনের দ্বিতীয় খেলায় ধলপুর ক্রীড়া চক্র চারটি লোনাসহ ৬৪-৪৫ পয়েন্টে ইনস্টিটিউট অব কাবাডিকে হারিয়েছে।
No comments