জরিমানার বিরুদ্ধে আফ্রিদির আপিল
আপিলের জন্য সময় ছিল ৩০ দিন, ১৫ দিনের মাথায়ই সুযোগটা নিয়ে নিলেন শহীদ আফ্রিদি। গত অস্ট্রেলিয়া সফরে বল টেম্পারিংয়ের জন্য গত ১০ মার্চ তাঁকে ৩০ লাখ রুপি জরিমানা করেছিল পিসিবি। পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক নির্বাচিত হওয়ার দুই দিন পরই জরিমানার বিরুদ্ধে আপিল করলেন পাকিস্তানি অলরাউন্ডার। শোনা যাচ্ছে, এক বছরের জন্য নিষিদ্ধ রানা নাভেদ এবং শোয়েব মালিকও আপিলের প্রস্তুতি নিচ্ছেন। এই তিনজন ছাড়াও অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করা হয়েছে মোহাম্মদ ইউসুফ ও ইউনুস খানকে, আকমল ভাইদেরও করা হয়েছে ৩০ লাখ রুপি জরিমানা।
আফ্রিদির আপিলের খবর নিশ্চিত করেছেন পিসিবির চিফ অপারেটিং অফিসার ওয়াসিম বারি, ‘পিসিবি চেয়ারম্যান ইজাজ বাটের কাছে জরিমানার বিরুদ্ধে আপিল করেছে আফ্রিদি। এখন একজন অথবা তিনজন স্বাধীন বিচারক নিয়োগ দেওয়া হবে শুনানির জন্য।’ আপিলসংক্রান্ত ব্যাপারগুলো দেখার জন্য পিসিবি গত সপ্তাহে সুপ্রিম কোর্টের দুজন অবসরপ্রাপ্ত বিচারক এবং হাইকোর্টের একজন সাবেক বিচারককে নিয়োগ দিয়েছে। আপিল নিয়ে আফ্রিদি শুধু বলেছেন, ‘হ্যাঁ, আমি আপিল করেছি।’
আফ্রিদির আপিলের খবর নিশ্চিত করেছেন পিসিবির চিফ অপারেটিং অফিসার ওয়াসিম বারি, ‘পিসিবি চেয়ারম্যান ইজাজ বাটের কাছে জরিমানার বিরুদ্ধে আপিল করেছে আফ্রিদি। এখন একজন অথবা তিনজন স্বাধীন বিচারক নিয়োগ দেওয়া হবে শুনানির জন্য।’ আপিলসংক্রান্ত ব্যাপারগুলো দেখার জন্য পিসিবি গত সপ্তাহে সুপ্রিম কোর্টের দুজন অবসরপ্রাপ্ত বিচারক এবং হাইকোর্টের একজন সাবেক বিচারককে নিয়োগ দিয়েছে। আপিল নিয়ে আফ্রিদি শুধু বলেছেন, ‘হ্যাঁ, আমি আপিল করেছি।’
No comments