আবারও সভাপতি হতে চান প্লাতিনি
ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের (উয়েফা) সভাপতির পদটি ধরে রাখতে চান মিশেল প্লাতিনি। আগামী বছর অনুষ্ঠেয় সংস্থার নির্বাচনে তাই আবারও অংশ নেওয়ার পরিকল্পনা নিয়েছেন এই ফরাসি ফুটবল গ্রেট।
২০০৭ সালে উয়েফার সভাপতি নির্বাচিত হওয়া ৫৪ বছর বয়সী প্লাতিনি সংস্থার কার্যক্রমে ছোট ছোট দেশগুলোর আরও সুযোগ বাড়ানোর পক্ষে। ধনী ক্লাবগুলোর ফুটবলার ক্রয়ে ইচ্ছামতো দাম হাঁকানোর বিপক্ষেও তাঁর অবস্থান। ইউরো চ্যাম্পিয়নশিপকে প্রথমবারের মতো সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশে আয়োজনের সিদ্ধান্ত দিয়েছেন (২০১২ সালের ইউরো হবে ইউক্রেন ও পোল্যান্ডে)। সব মিলিয়ে ফিফা সভাপতি সেপ ব্ল্যাটারের ঘনিষ্ঠ বলে পরিচিত প্লাতিনি উয়েফায় একটা বলিষ্ঠ ভূমিকাই রেখেছেন। ২০০৭ সালে উয়েফা নির্বাচনে তিনি হারিয়েছিলেন আগের সভাপতি লেনার্ট ইয়োহানসনকে। উয়েফা সভাপতি হিসেবে তাঁর কার্যক্রম উয়েফাভুক্ত দেশগুলো কেমন সমর্থন করছে, সেটা বোঝা যাবে আগামী বছরের নির্বাচনেই।
২০০৭ সালে উয়েফার সভাপতি নির্বাচিত হওয়া ৫৪ বছর বয়সী প্লাতিনি সংস্থার কার্যক্রমে ছোট ছোট দেশগুলোর আরও সুযোগ বাড়ানোর পক্ষে। ধনী ক্লাবগুলোর ফুটবলার ক্রয়ে ইচ্ছামতো দাম হাঁকানোর বিপক্ষেও তাঁর অবস্থান। ইউরো চ্যাম্পিয়নশিপকে প্রথমবারের মতো সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশে আয়োজনের সিদ্ধান্ত দিয়েছেন (২০১২ সালের ইউরো হবে ইউক্রেন ও পোল্যান্ডে)। সব মিলিয়ে ফিফা সভাপতি সেপ ব্ল্যাটারের ঘনিষ্ঠ বলে পরিচিত প্লাতিনি উয়েফায় একটা বলিষ্ঠ ভূমিকাই রেখেছেন। ২০০৭ সালে উয়েফা নির্বাচনে তিনি হারিয়েছিলেন আগের সভাপতি লেনার্ট ইয়োহানসনকে। উয়েফা সভাপতি হিসেবে তাঁর কার্যক্রম উয়েফাভুক্ত দেশগুলো কেমন সমর্থন করছে, সেটা বোঝা যাবে আগামী বছরের নির্বাচনেই।
No comments