কানাডার কুইবেকে নিষিদ্ধ হলো নেকাব
ফ্রান্সের পর এবার কানাডার কুইবেক প্রদেশে মুসলমান নারীদের নেকাব পরা নিষিদ্ধ করা হয়েছে। গত বুধবার এ সংক্রান্ত একটি বিল কানাডার পার্লামেন্টে পাস হয়েছে। এতে বলা হয়েছে, সরকারি প্রতিষ্ঠানে কর্মরত কোনো নারী নেকাব পরতে পারবেন না। এ ছাড়া চিকিত্সা ও গাড়ির বিমাসেবা নেওয়ার সময় নারীদের তাঁদের নেকাব খুলে চেহারা দেখাতে হবে।
কুইবেকের প্রধানমন্ত্রী (ভারতের রাজের মুখ্যমন্ত্রীর সমান) জ্যঁ চরেস্ট জানান, ‘সরকারি প্রতিষ্ঠানে নারী-পুরুষের সমতা ও ধর্মনিরপেক্ষতা বজায় রাখতে পদক্ষেপটি নেওয়ার প্রয়োজন ছিল।
কুইবেকের প্রধানমন্ত্রী (ভারতের রাজের মুখ্যমন্ত্রীর সমান) জ্যঁ চরেস্ট জানান, ‘সরকারি প্রতিষ্ঠানে নারী-পুরুষের সমতা ও ধর্মনিরপেক্ষতা বজায় রাখতে পদক্ষেপটি নেওয়ার প্রয়োজন ছিল।
No comments