‘লিভ টুগেদার’ অবৈধ নয়
লিভ টুগেদার অবৈধ নয়—ভারতের সুপ্রিম কোর্ট গত মঙ্গলবার একটি আবেদনের ওপর শুনানিকালে এ মন্তব্য করেছেন। প্রাপ্তবয়স্ক অবিবাহিত তরুণ-তরুণীদের বিয়ের আগে যৌন সম্পর্ক এবং বিয়ে না করে একসঙ্গে থাকা অন্যায় নয়, বরং এই লিভ টুগেদার জীবনের অধিকারের মধ্যে পড়ে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে জি বালা কৃষ্ণান, বিচারপতি দীপক বর্মা ও বিচারপতি ডি এস চৌহানকে নিয়ে গঠিত ডিভিশন বেঞ্চ এ মন্তব্য করেন। বেঞ্চ বলেন, দুজন প্রাপ্তবয়স্ক পুরুষ ও নারী যদি একসঙ্গে বসবাস করতে চান, তাতে অন্যায় কোথায়?
দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী খুশবুর করা একটি আবেদনের ওপর শুনানিকালে এ কথা বলেছেন সুপ্রিম কোর্ট। ২০০৫ সালে খুশবু বেশ কয়েকটি সাময়িকীকে দেওয়া সাক্ষাত্কারে বিয়ের আগে যৌন সম্পর্ককে সমর্থন করেছিলেন। খুশবুর ওই মন্তব্যের পর তাঁর বিরুদ্ধে ২২টি ফৌজদারি মামলা দায়ের হয়। সেই মামলাগুলোকে খারিজ করার প্রথম আবেদন জানানো হয় চেন্নাইয়ের হাইকোর্টে। হাইকোর্ট খুশবুর আবেদন খারিজ করলে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। খুশবুর আবেদনের শুনানির সময় সুপ্রিম কোর্ট এ মন্তব্য করলেও রায় দেওয়া স্থগিত রেখেছেন।
দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী খুশবুর করা একটি আবেদনের ওপর শুনানিকালে এ কথা বলেছেন সুপ্রিম কোর্ট। ২০০৫ সালে খুশবু বেশ কয়েকটি সাময়িকীকে দেওয়া সাক্ষাত্কারে বিয়ের আগে যৌন সম্পর্ককে সমর্থন করেছিলেন। খুশবুর ওই মন্তব্যের পর তাঁর বিরুদ্ধে ২২টি ফৌজদারি মামলা দায়ের হয়। সেই মামলাগুলোকে খারিজ করার প্রথম আবেদন জানানো হয় চেন্নাইয়ের হাইকোর্টে। হাইকোর্ট খুশবুর আবেদন খারিজ করলে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। খুশবুর আবেদনের শুনানির সময় সুপ্রিম কোর্ট এ মন্তব্য করলেও রায় দেওয়া স্থগিত রেখেছেন।
No comments