বিমানযাত্রীরা গত বছর আড়াই কোটি ব্যাগ হারিয়েছে
বিশ্বের বিভিন্ন দেশের বিমানবন্দরে গত বছর যাত্রীদের প্রায় আড়াই কোটি ব্যাগ হারিয়েছে। এসব ব্যাগ হারানোর ক্ষতিপূরণ হিসেবে বিভিন্ন বিমান সংস্থাকে আড়াই শ কোটি ডলার ক্ষতিপূরণ দিতে হয়েছে। গতকাল বৃহস্পতিবার এয়ার ট্রান্সপোর্ট ইলেকট্রনিকস গ্রুপ-এসআইটিএ এই তথ্য প্রকাশ করেছে।
এই আড়াই শ কোটি ব্যাগের ৫২ শতাংশ হারিয়েছে বিমান পরিবর্তনের সময় ব্যাগগুলো ভুল জায়গায় রাখার কারণে।
যাত্রীরা নির্দিষ্ট সময়ের মধ্যে না পৌঁছানোর কারণে ১৬ ভাগ ব্যাগ বিমানে তোলা সম্ভব হয় না। অবশিষ্ট ব্যাগগুলো হারিয়ে যায় টিকিটের ভুল, ট্যাগিং সমস্যাসহ নানা কারণে।
এই আড়াই শ কোটি ব্যাগের ৫২ শতাংশ হারিয়েছে বিমান পরিবর্তনের সময় ব্যাগগুলো ভুল জায়গায় রাখার কারণে।
যাত্রীরা নির্দিষ্ট সময়ের মধ্যে না পৌঁছানোর কারণে ১৬ ভাগ ব্যাগ বিমানে তোলা সম্ভব হয় না। অবশিষ্ট ব্যাগগুলো হারিয়ে যায় টিকিটের ভুল, ট্যাগিং সমস্যাসহ নানা কারণে।
No comments