সিঙ্গাপুরের মন্ত্রীদের ক্ষতিপূরণ দেবে নিউইয়র্ক টাইমস
সিঙ্গাপুরের রাজবংশের রাজনীতি নিয়ে প্রকাশিত একটি নিবন্ধে দেশটির প্রধানমন্ত্রী ও অপর দুই মন্ত্রী সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় ক্ষতিপূরণ হিসেবে এক লাখ ১৪ হাজার মার্কিন ডলার দেবে দ্য নিউইয়র্ক টাইমস কোম্পানি। প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের আইনজীবীরা গতকাল বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন।
পত্রিকাটির আন্তর্জাতিক সংস্করণ ইন্টারন্যাশনাল হেরাল্ড ট্রিবিউন (আইএইচটি) গত বুধবার এ ব্যাপারে দুঃখ প্রকাশ করেছে। ওই নিবন্ধে লেখা হয়, সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা জনক লি কুয়ান ইউয়ের ছেলে বর্তমান প্রধানমন্ত্রী লি সিন লুং মেধার ভিত্তিতে প্রধানমন্ত্রিত্ব পাননি। লি কুয়ান তাঁর ছেলের মন্ত্রিসভার একজন ঊর্ধ্বতন উপদেষ্টা। সিঙ্গাপুরের সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমানে জ্যেষ্ঠ মন্ত্রী গো চোকের কাছেও দুঃখ প্রকাশ করেছে।
গতকাল অনলাইন সংস্করণে নিউইয়র্ক টাইমস লিখেছে, তাদের পত্রিকায় হংকংয়ের কলাম লেখক ফিলিপ বোরিং লিখিত নিবন্ধটির মাধ্যমে সিঙ্গাপুর সরকারের ভাবমূর্তি নষ্ট হয়েছে বলে একটি অভিযোগ তারা পেয়েছে।
‘অল ইন দ্য ফ্যামিলি’ শিরোনামে বোরিংয়ের লেখা নিবন্ধটি গত মাসে আইএইচটিতে প্রকাশিত হয়।
পত্রিকাটির আন্তর্জাতিক সংস্করণ ইন্টারন্যাশনাল হেরাল্ড ট্রিবিউন (আইএইচটি) গত বুধবার এ ব্যাপারে দুঃখ প্রকাশ করেছে। ওই নিবন্ধে লেখা হয়, সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা জনক লি কুয়ান ইউয়ের ছেলে বর্তমান প্রধানমন্ত্রী লি সিন লুং মেধার ভিত্তিতে প্রধানমন্ত্রিত্ব পাননি। লি কুয়ান তাঁর ছেলের মন্ত্রিসভার একজন ঊর্ধ্বতন উপদেষ্টা। সিঙ্গাপুরের সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমানে জ্যেষ্ঠ মন্ত্রী গো চোকের কাছেও দুঃখ প্রকাশ করেছে।
গতকাল অনলাইন সংস্করণে নিউইয়র্ক টাইমস লিখেছে, তাদের পত্রিকায় হংকংয়ের কলাম লেখক ফিলিপ বোরিং লিখিত নিবন্ধটির মাধ্যমে সিঙ্গাপুর সরকারের ভাবমূর্তি নষ্ট হয়েছে বলে একটি অভিযোগ তারা পেয়েছে।
‘অল ইন দ্য ফ্যামিলি’ শিরোনামে বোরিংয়ের লেখা নিবন্ধটি গত মাসে আইএইচটিতে প্রকাশিত হয়।
No comments