আইএসএসে স্থাপিত হলো জানালাযুক্ত পর্যবেক্ষণকক্ষ
মার্কিন নভোযান এনডেভরের নভোচারীরা গত সোমবার আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে (আইএসএস) নতুন একটি পর্যবেক্ষণকক্ষ বানিয়েছেন। জানালাযুক্ত এ পর্যবেক্ষণকক্ষের কারণে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের পরিসর আরও বেড়ে গেল। এর মাধ্যমে নভোচারীরা পৃথিবীর মনোরম চিত্র ধারণ করতে পারবেন এবং নিজেদের থাকা ও কাজের জন্য বিস্তৃত জায়গা পাবেন।
নভোযানটির প্রথম দুুটি স্পেসওয়াক করার সময় ট্রাংকুইলিটি মডিউলের পৃথিবীমুখী পোর্টে ওই পর্যবেক্ষণকক্ষ স্থাপন করা হয়।
সোমবার নাসার এক বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে পৃথিবীমুখী করে নতুন ‘ভিউপোর্ট’ সংযুক্ত করা হয়েছে। এতে নভোচারীরা পৃথিবীর মনোরম চিত্র ধারণ করতে পারবেন। গতকালই পর্যবেক্ষণকক্ষটির সাতটি জানালা খুলে দেওয়ার কথা।
নভোযানটির প্রথম দুুটি স্পেসওয়াক করার সময় ট্রাংকুইলিটি মডিউলের পৃথিবীমুখী পোর্টে ওই পর্যবেক্ষণকক্ষ স্থাপন করা হয়।
সোমবার নাসার এক বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে পৃথিবীমুখী করে নতুন ‘ভিউপোর্ট’ সংযুক্ত করা হয়েছে। এতে নভোচারীরা পৃথিবীর মনোরম চিত্র ধারণ করতে পারবেন। গতকালই পর্যবেক্ষণকক্ষটির সাতটি জানালা খুলে দেওয়ার কথা।
No comments