নতুন ভূমিকায় হাবিবুল বাশার
ক্রিকেট দলের হয়ে এর আগে বিদেশ সফরের সময় বিমানবন্দরে ম্যানেজারের হাতে পাসপোর্ট দিয়ে আমরা ঘুরে বেড়াতাম। এবার আমার হাতে পাসপোর্ট দিয়ে সবাই মনের আনন্দে ঘুরে বেড়াবে। তার পরও খারাপ লাগছে না, নতুন একটি চ্যালেঞ্জ, আমি দারুণ রোমাঞ্চিত’—রোমাঞ্চটা যেন ধরা পড়ছিল হাবিবুল বাশারের কণ্ঠেও। প্রথম শ্রেণীর ক্রিকেট ছেড়েছেন মাত্রই সেদিন, আজই হয়ে যাচ্ছে নতুন ভূমিকায় অভিষেক। বিকেএসপি অনূর্ধ্ব-১৭ দলের ম্যানেজার হয়ে আজ হায়দরাবাদ যাচ্ছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক।
এটা অবশ্য বিসিবির কোনো দল নয়। হায়দরাবাদের ডব্লুএফএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের আয়োজকেরাই বাংলাদেশের ‘আইকন’ ক্রিকেটার হিসেবে যোগাযোগ করেছিলেন হাবিবুলের সঙ্গে। অনুরোধ করেছিলেন অনূর্ধ্ব-১৭ পর্যায়ের একটি দল নিয়ে যেতে। বিকেএসপির দলটা সব সময় প্রস্তুত থাকে বলে বেছে নেওয়া হয়েছে তাদেরই। টুর্নামেন্ট শুরু হবে আগামী পরশু, শেষ ২৮ ফেব্রুয়ারি। হাবিবুলের মতোই পাকিস্তান থেকে যাচ্ছেন অলাউন্ডার আবদুল রাজ্জাক, শ্রীলঙ্কা থেকে সাবেক ব্যাটসম্যান এবং বর্তমানে ধারাভাষ্যকার রাসেল আরনল্ড, জিম্বাবুয়ে থেকে সাবেক অধিনায়ক ও বর্তমানে বোলিং কোচ হিথ স্ট্রিক। টুর্নামেন্টে খেলবে দক্ষিণ আফ্রিকা ও স্বাগতিক ভারতও। দলের সংখ্যা বাড়তে পারে আরও।
এটা অবশ্য বিসিবির কোনো দল নয়। হায়দরাবাদের ডব্লুএফএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের আয়োজকেরাই বাংলাদেশের ‘আইকন’ ক্রিকেটার হিসেবে যোগাযোগ করেছিলেন হাবিবুলের সঙ্গে। অনুরোধ করেছিলেন অনূর্ধ্ব-১৭ পর্যায়ের একটি দল নিয়ে যেতে। বিকেএসপির দলটা সব সময় প্রস্তুত থাকে বলে বেছে নেওয়া হয়েছে তাদেরই। টুর্নামেন্ট শুরু হবে আগামী পরশু, শেষ ২৮ ফেব্রুয়ারি। হাবিবুলের মতোই পাকিস্তান থেকে যাচ্ছেন অলাউন্ডার আবদুল রাজ্জাক, শ্রীলঙ্কা থেকে সাবেক ব্যাটসম্যান এবং বর্তমানে ধারাভাষ্যকার রাসেল আরনল্ড, জিম্বাবুয়ে থেকে সাবেক অধিনায়ক ও বর্তমানে বোলিং কোচ হিথ স্ট্রিক। টুর্নামেন্টে খেলবে দক্ষিণ আফ্রিকা ও স্বাগতিক ভারতও। দলের সংখ্যা বাড়তে পারে আরও।
No comments