‘আরও ১০০ পরমাণু অস্ত্র বানাতে পারে ভারত!’

ভারত যুক্তরাষ্ট্র ও অন্যান্য পরাশক্তির কাছ থেকে পাওয়া পরমাণু জ্বালানি রূপান্তর করে এক বছরের মধ্যে ১০০টি পরমাণু অস্ত্র তৈরি করতে পারে।
বৃহস্পতিবার জাতিসংঘে পাকিস্তানের রাষ্ট্রদূত জামির আকরাম জেনেভায় সাংবাদিকদের কাছে এ আশঙ্কা প্রকাশ করেন।
জামির আকরাম বলেন, ভারত বৃহত্ শক্তিগুলোর সঙ্গে করা বেসামরিক পরমাণু চুক্তির আওতায় পাওয়া পরমাণু জ্বালানি অস্ত্র তৈরির কাজে লাগাতে পারে। কারণ এসব চুক্তিতে ভারতকে অবাধে উচ্চমানের সমৃদ্ধ ইউরেনিয়াম এবং প্লুটোনিয়াম সরবরাহের ব্যবস্থা রাখা হয়েছে।
পাকিস্তানের রাষ্ট্রদূত বলেন, এসব দ্বিপক্ষীয় চুক্তিতে পরমাণু অস্ত্র তৈরিতে ব্যবহূত উচ্চমানের সমৃদ্ধ ইউরেনিয়াম এবং প্লুটোনিয়াম তৈরির ক্ষেত্রে নানা বিধিনিষেধ থাকলেও তা যথেষ্ট নয়।
জামির এক বক্তব্যে বলেন, ‘অতীতেও দেখা গেছে, ভারত বেসামরিক উদ্দেশ্যে আমদানি করা পরমাণু জ্বালানি গোপনে ঠিকই পরমাণু অস্ত্র তৈরিতে ব্যবহার করেছে। তাই আমদানিকৃত পরমাণু জ্বালানি অস্ত্র তৈরিতে ব্যবহূত হওয়ার শঙ্কা থেকেই যায়। এ থেকে বছরে ১০০টি পর্যন্ত পরমাণু ওয়ারহেড তৈরি হতে পারে।’
তবে ভারতের নিরস্ত্রীকরণ দূত হামিদ আলী রাও জামিরের দাবি ‘ভিত্তিহীন ও অমূলক’ বলে উড়িয়ে দেন।
২০০৮ সালে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্র বেসামরিক পরমাণু চুক্তি স্বাক্ষর করে। গত সপ্তাহে ভারতের সঙ্গে পরমাণু জ্বালানি সহযোগিতা চুক্তিতে স্বাক্ষর করে যুক্তরাজ্য।
১৯৭৪ সালে ভারত একটি পরমাণু বোমার পরীক্ষা চালিয়েছিল

No comments

Powered by Blogger.