কিউবায় আটক মার্কিন নাগরিকের মুক্তি দাবি

কিউবায় আটক এক মার্কিন ঠিকাদারের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন ওই ঠিকাদার গত ডিসেম্বর থেকে কিউবায় আটক রয়েছেন।
কিউবায় ওয়াশিংটনের মিশন ইউএস ইন্টারেস্ট সেকশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গত শুক্রবার বলা হয়, সফররত একটি উচ্চপর্যায়ের মার্কিন প্রতিনিধিদল হাভানার সঙ্গে অভিবাসীবিষয়ক এক বৈঠকে ওই মুক্তির দাবি জানায়। গত ৪ ডিসেম্বর কিউবায় ওই মার্কিন নাগরিককে আটক করা হয়। ওই নাগরিকের নাম অ্যালান গ্রস (৬০)। তিনি মেরিল্যান্ডের বেথেসডার ডেভেলপমেন্ট অলটারনেটিভ আইএনসির (ডিএআই) একজন সরকারি ঠিকাদার। মার্কিন ওই ঠিকাদার দেশের বাইরে লোকজনের সঙ্গে যোগাযোগ করতে বিভিন্ন ইহুদি গ্রুপকে মোবাইল ফোন ও কম্পিউটার দিয়ে সহায়তা করছিলেন।
কিউবার ক্ষতি করার জন্য হাভানা তাঁকে মার্কিন গুপ্তচর হিসেবে অভিহিত করেছে। প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো বলেন, যুক্তরাষ্ট্রের ‘ভাড়াটে’ হিসেবে ভূমিকা রাখার জন্য বিভিন্ন বিরোধী গ্রুপকে সহায়তা করতে গ্রস ‘আধুনিক’ যোগাযোগ উপকরণ দিয়ে সহায়তা করেছেন।

No comments

Powered by Blogger.