জন্মদিনে ৮৫ বছরের নারীর গ্লাইডিং
গ্লাইডিং করে (ইঞ্জিনবিহীন বিমানে চড়ে আকাশ ভ্রমণ) জন্মদিন উদ্যাপন করলেন পেরুর ৮৫ বছর বয়সী রোমাঞ্চপ্রিয় এক নারী। আবিগেইল ভালদেজ নামের ওই নারী গত সোমবার একজন প্রশিক্ষককে সঙ্গে নিয়ে রাজধানী লিমার উপকূলে প্রায় ১৫ মিনিট গ্লাইডিং করেন। এ সময় মাটিতে দাঁড়িয়ে তা দেখে ভালদেজের পাঁচ সন্তান, ১০ জন নাতি-নাতনি ও নাতি-নাতনিদের দুই সন্তান।
ভ্রমণের পর মাটিতে নেমে সাংবাদিকদের ভালদেজ বলেন, অভিজ্ঞতাটি চমকপ্রদ ও আনন্দদায়ক। চ্যালেঞ্জটি পরিবারের পক্ষ থেকে তাঁর জন্য জন্মদিনের উপহার ছিল। এর আগে তিনি ছোট বিমান ও হেলিকপ্টারে চড়েছেন। তাঁর পরবর্তী চ্যালেঞ্জ হচ্ছে ‘বানজি জাম্প’ (পায়ে বিশেষ দড়ি বেঁধে অনেক উঁচু থেকে লাফিয়ে পড়া)।
ভ্রমণের পর মাটিতে নেমে সাংবাদিকদের ভালদেজ বলেন, অভিজ্ঞতাটি চমকপ্রদ ও আনন্দদায়ক। চ্যালেঞ্জটি পরিবারের পক্ষ থেকে তাঁর জন্য জন্মদিনের উপহার ছিল। এর আগে তিনি ছোট বিমান ও হেলিকপ্টারে চড়েছেন। তাঁর পরবর্তী চ্যালেঞ্জ হচ্ছে ‘বানজি জাম্প’ (পায়ে বিশেষ দড়ি বেঁধে অনেক উঁচু থেকে লাফিয়ে পড়া)।
No comments