ডাচ্-বাংলা ব্যাংকের বুনিয়াদি প্রশিক্ষণ
ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের কর্মকর্তাদের জন্য আয়োজিত ২৫তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স সম্প্রতি শেষ হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. ইয়াছিন আলী প্রধান অতিথি হিসেবে কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ব্যাংকের প্রশিক্ষণ বিভাগের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ এইচ এম জহুরুল ইসলাম বক্তব্য দেন।
মো. ইয়াছিন আলী বলেন, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও শিক্ষা প্রশিক্ষণার্থীদের সঠিকভাবে পেশাগত দায়িত্ব পালন করতে সহায়তা করবে।
মো. ইয়াছিন আলী বলেন, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও শিক্ষা প্রশিক্ষণার্থীদের সঠিকভাবে পেশাগত দায়িত্ব পালন করতে সহায়তা করবে।
No comments