মিয়ানমার ১৩০ বিদেশি জেলেকে মুক্তি দিয়েছে
১৩০ জন বিদেশি জেলেকে মুক্তি দিয়েছে মিয়ানমার। দেশটির কারা কর্তৃপক্ষ গতকাল মঙ্গলবার এ তথ্য দিয়েছে।
সাগরসীমা লঙ্ঘন করে মাছ ধরার অভিযোগে গত মাসে একদল বিদেশি জেলেকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের অভিবাসন আইন ভঙ্গের দায়ে কারাদণ্ড দেওয়া হয়। সাজাপ্রাপ্তদের রাখা হয় ইয়াঙ্গনের কুখ্যাত ইনসেইন কারাগারে।
নাম প্রকাশ না করার শর্তে, একজন সরকারি মুখপাত্র জানান, সাজাপ্রাপ্তদের অধিকাংশই ছিলেন ইন্দোনেশিয়ার নাগরিক। তা ছাড়া ফিলিপাইনের ১৪ জন, চারজন তাইওয়ানের ও চীনের একজন নাগরিক ছিলেন ওই দলটিতে। তিনি আরও বলেন, ‘ওই দলটির সঙ্গে গ্রেপ্তার করা মিয়ানমারের সাত জেলেকেও মুক্তি দেওয়া হয়েছে। তবে ইন্দোনেশিয়ার দূতাবাস তাঁদের দেশের জেলেদের জন্য বিমানের টিকেট সংগ্রহ করতে না পারায় সে দেশের জেলেরা এখনো ইনসেইন কারাগারেই রয়েছেন।’ দূতাবাস সূত্র জানিয়েছে, তাঁদের ১১১ জেলেকে শিগগিরই দেশে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় গত সোমবার নিশ্চিত করে, বিপুল অঙ্কের জরিমানা দিয়ে তাদের দেশের জেলেদের মুক্ত করা হয়েছে।
সাগরসীমা লঙ্ঘন করে মাছ ধরার অভিযোগে গত মাসে একদল বিদেশি জেলেকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের অভিবাসন আইন ভঙ্গের দায়ে কারাদণ্ড দেওয়া হয়। সাজাপ্রাপ্তদের রাখা হয় ইয়াঙ্গনের কুখ্যাত ইনসেইন কারাগারে।
নাম প্রকাশ না করার শর্তে, একজন সরকারি মুখপাত্র জানান, সাজাপ্রাপ্তদের অধিকাংশই ছিলেন ইন্দোনেশিয়ার নাগরিক। তা ছাড়া ফিলিপাইনের ১৪ জন, চারজন তাইওয়ানের ও চীনের একজন নাগরিক ছিলেন ওই দলটিতে। তিনি আরও বলেন, ‘ওই দলটির সঙ্গে গ্রেপ্তার করা মিয়ানমারের সাত জেলেকেও মুক্তি দেওয়া হয়েছে। তবে ইন্দোনেশিয়ার দূতাবাস তাঁদের দেশের জেলেদের জন্য বিমানের টিকেট সংগ্রহ করতে না পারায় সে দেশের জেলেরা এখনো ইনসেইন কারাগারেই রয়েছেন।’ দূতাবাস সূত্র জানিয়েছে, তাঁদের ১১১ জেলেকে শিগগিরই দেশে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় গত সোমবার নিশ্চিত করে, বিপুল অঙ্কের জরিমানা দিয়ে তাদের দেশের জেলেদের মুক্ত করা হয়েছে।
No comments